Advertisement

Mamata Banerjee: 'INDIA জোটের আসন সমঝোতা হলে ৩ রাজ্যে অন্য রকম রেজাল্ট হত,' বলছেন মমতা

মমতার বক্তব্য, ভোট কাটাকাটিতেই জিতেছে বিজেপি। কিছু ছোট দল প্রার্থী দিয়েছে, যার ফসল তুলেছে বিজেপি। তাঁর কথায়, 'আমি এখনও বিশ্বাস করি, যদি আসন সমঝোতা হয়ে যায়, তাহলে ২০২৪ সালে বিজেপি আর ক্ষমতায় ফিরতে পারবে না। এটা আসলে কংগ্রেসের পরাজয়। মানুষের নয়। মানুষের বিজেপির বিরুদ্ধে। আমি এখনও বলছি, ভুল শুধরে INDIA জোট একসঙ্গে লড়াই করবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2023,
  • अपडेटेड 4:06 PM IST

৩ রাজ্যে ভোটের রেজাল্টে বিজেপি-র বিপুল জয়ের জন্য ঘুরিয়ে কংগ্রেসকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য,INDIA জোট যদি আসন সমঝোতা ঠিক মতো করত, তাহলে তিন রাজ্যে ভোটের ফল অন্যরকম হত। 

৫ রাজ্যের বিধানসভা ভোটে ৩টি রাজ্যই বিজেপির দখলে গিয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে সরকার গড়ছে বিজেপি। ৩ রাজ্যে জয়ের পরে ভারতের যা চিত্র, তাতে দেখা যাচ্ছে, বিজেপি এই মুহূর্তে দেশে ২৮টি রাজ্যের মধ্যে ১২টি রাজ্যে ক্ষমতায়। কংগ্রেসের ঝুলিতে রয়েছে মাত্র ৩টি রাজ্য। এগুলি হল, তেলঙ্গানা, কর্নাটক ও হিমাচলপ্রদেশ। ১২টি রাজ্য বাদ দিলেও বিজেপি জোট সরকারে ক্ষমতায় রয়েছে ৪টি রাজ্যে। মহারাষ্ট্র, নাগাল্যান্ড, সিকিম ও মেঘালয়ে। ২০১৪ সাল থেকে তথ্য একত্র করলে দেখা যাচ্ছে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিকে দ্রুত গতিতে বেড়েছে বিজেপি। 

এহেন পরিস্থিতিতেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের উত্তাপ বাড়ছে। আজ বিধানসভায় মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের ভোটের ফল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'INDIA জোট যদি আসন সমঝোতা করত, তাহলে ৩ রাজ্যে ফল অন্যরকম হতে পারত। আমরা আগেও বলেছি, এখনও বলছি, আসন সমঝোতা সেরে নেওয়া যাক। আসন সমঝোতা হয়ে গেলে এই পরিণতি হত না।'

মমতার বক্তব্য, ভোট কাটাকাটিতেই জিতেছে বিজেপি। কিছু ছোট দল প্রার্থী দিয়েছে, যার ফসল তুলেছে বিজেপি। তাঁর কথায়, 'আমি এখনও বিশ্বাস করি, যদি আসন সমঝোতা হয়ে যায়, তাহলে ২০২৪ সালে বিজেপি আর ক্ষমতায় ফিরতে পারবে না। এটা আসলে কংগ্রেসের পরাজয়। মানুষের নয়। মানুষের বিজেপির বিরুদ্ধে। আমি এখনও বলছি, ভুল শুধরে INDIA জোট একসঙ্গে লড়াই করবে।'

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে আগামী ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন। কিন্তু ওই বৈঠকে জোটের অন্যতম শরিক তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন না বলে এখনও পর্যন্ত খবর। ৬ তারিখেই মমতার উত্তরবঙ্গ যাওয়ার কথা। তাঁর ফেরার কথা ১২ তারিখে। 

Advertisement


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement