Advertisement

আজ শুরু মমতার প্রচার, অহীন্দ্র মঞ্চে যোগ দেবেন কর্মিসভায়

আজ বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভার মধ্যে দিয়ে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'ভবানীপুর নিজের মেয়েকেই চাই' এবং 'খেলা হবে' ব্যানারে কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রচারের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। 

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2021,
  • अपडेटेड 11:25 AM IST
  • আজ প্রচারে নামছেন মমতা
  • শুরুতেই করবেন কর্মিসভা
  • প্রচারের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে দলে

উপনির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে দিনকয়েক আগেই। উপনির্বাচনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবানীপুর কেন্দ্রে ভোটগ্রহণ ও ফলাফলের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। যদিও বাকি যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে তার সূচি ঘোষণা এখনও বাকি। তবে দিনক্ষণ ঘোষণার পর থেকেই ভবানীপুরে (Bhabanipur) কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। পূর্ব জল্পনাকে সত্য প্রমাণিত করে সেই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। আর এবার প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 

তৃণমূল সূত্রে খবর, আজ বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভার মধ্যে দিয়ে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'ভবানীপুর নিজের মেয়েকেই চাই' এবং 'খেলা হবে' ব্যানারে কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রচারের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। 

সূত্র মারফৎ এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ৭৪, ৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ডের প্রচার সামলাবেন ফিরহাদ হাকিম। ৭০ নম্বর ওয়ার্ডের প্রচারে নেতৃত্ব দেবেন দেবাশিস কুমার এবং ৭৩ নম্বর ওয়ার্ডটি দেখবেন তৃণমূলনেত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। 

এদিকে তৃণমূল জোরকদমে প্রচার শুরু করলেও এখনও প্রার্থীই ঘোষণা করেনি বিজেপি (BJP)। সেক্ষেত্রে আজ প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে এই কেন্দ্রে কংগ্রেস (Congress) প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থী না দেওয়ায় ওই কেন্দ্রে প্রার্থী দিতে পারে বামেরা (Left Front)। এখন দেখার শেষ পর্যন্ত মমতার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামছেন কারা।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement