Advertisement

Fire: ভয়াবহ আগুন কুঁদঘাটের গুদামে, ভেঙে পড়ছে শেড, ঘটনাস্থলে ১৫ ইঞ্জিন দমকলের

স্থানীয়রা জানিয়েছে, এদিন সকালে আচমকাই আগুন দেখতে পান তাঁরা। তারপরেই আতঙ্ক ছড়িয়ে যায়। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন এখনও সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি। ওই গুদামের একটি অংশে এখনও আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। 

আগুন। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Oct 2022,
  • अपडेटेड 8:49 AM IST
  • ভয়াবহ আগুন কুঁদঘাটের গুদামে
  • ভেঙে পড়ছে শেড
  • ঘটনাস্থলে ১৫ ইঞ্জিন দমকলের

Fire: সাতসকালে আগুন লেগে আতঙ্ক ছড়াল কুঁদঘাটে। একটি প্রযোজনা সংস্থার গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন। স্থানীয়রা জানিয়েছে, এদিন সকালে আচমকাই আগুন দেখতে পান তাঁরা। তারপরেই আতঙ্ক ছড়িয়ে যায়। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন এখনও সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি। ওই গুদামের একটি অংশে এখনও আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। 

এলাকায় আতঙ্ক

যেই জায়গায় আগুন লেগেছে সেখানে লাগোয়া বেশ কয়েকটি আরও গুদামঘর রয়েছে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জিও। ফলে আগুন ছড়িয়ে গেলে বড় বিপত্তির সম্ভাবনা রয়েছে। তাই পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা তা নেভানোর চেষ্টা চলছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। কুঁদঘাটের বাবুরাম ঘোষ রোডেই রয়েছে এই গুদামটি। আগুন লাগার পরেই গুদামের বেশ কিছু অংশ ভেঙে পড়তে শুরু করে। স্থানীয়রা আশঙ্কা করছেন, ওই গুদামের বাকি অংশও ভেঙে পড়তে পারে। তবে গুদামের পাঁচিলের মধ্যেই আগুন সীমাবদ্ধ রয়েছে। বাইরের গুদামঘরগুলিতে আগুন ছড়ায়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। কিছুক্ষণ পরে ওই এলাকায় হাজির হন মন্ত্রী অরূপ বিশ্বাস। 

কারণ স্পষ্ট নয়

ভয়াবহ এই আগুন ভিতরে কেউ আটকে রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এদিন ভোর বেলায় স্থানীয়রাই প্রথমে আগুন দেখতে পান। তার পরে তাঁরাই পুলিশ-দমকলকে খবর দেন। ১৫ ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে। গুদামের একটা অংশ পুরোপুরি ভষ্মীভূত হয়ে গিয়েছে। কলকাতার একটি বিখ্যাত প্রযোজনা সংস্থার নামে রয়েছে গুদামটি। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। আগুন নেভানোর পরেই সাধারণত দমকলের তরফে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হয়। 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement