Advertisement

'নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে', ময়নাগুড়িকাণ্ডে পুলিশকে নির্দেশ HC-র

ঘটনায় ইতিমধ্যেই এসেছে চাঞ্চল্যকর মোড়। সিবিআই তদন্ত চান না বলে জানিয়েছেন ময়নাগুড়ির নির্যাতিতার বাবা। বুধবার আদালতের এজলাসে দাঁড়িয়েও এই কথা জানান তিনি। তার প্রেক্ষিতে এদিন আদালতে সরকার পক্ষের আইনজীবী জানান, "ভিক্টিমের বাবা সিবিআই তদন্ত চাইছে না। আমি জেনেছি। তাই বিষয়টি খতিয়ে দেখতে একটু সময় দিক আদালত।" যদিও নির্যাতিতার বোন অবশ্য ঘটনায় সিবিআই তদন্তের দবিই জানাচ্ছেন। আর নির্যাতিতার বাবা ও বোনের এহেন দু'রকম কথায় রীতিমতো তৈরি হয়েছে ধোঁয়াশা। 

কলকাতা হাইকোর্টকলকাতা হাইকোর্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2022,
  • अपडेटेड 4:42 PM IST
  • ময়নাগুড়ি ধর্ষণে নির্যাতিতার বাবার দাবি ঘিরে চাঞ্চল্য
  • কথা বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি
  • পুলিশকে নির্দিষ্ট নির্দেশ আদালতের

ময়নাগুড়ি ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এই বিষয়ে রাজ্যপুলিশের ডিজিকে দায়িত্ব নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। 

ঘটনায় ইতিমধ্যেই এসেছে চাঞ্চল্যকর মোড়। সিবিআই তদন্ত চান না বলে জানিয়েছেন ময়নাগুড়ির নির্যাতিতার বাবা। বুধবার আদালতের এজলাসে দাঁড়িয়েও এই কথা জানান তিনি। তার প্রেক্ষিতে এদিন আদালতে সরকার পক্ষের আইনজীবী জানান, "ভিক্টিমের বাবা সিবিআই তদন্ত চাইছে না। আমি জেনেছি। তাই বিষয়টি খতিয়ে দেখতে একটু সময় দিক আদালত।" যদিও নির্যাতিতার বোন অবশ্য ঘটনায় সিবিআই তদন্তের দবিই জানাচ্ছেন। আর নির্যাতিতার বাবা ও বোনের এহেন দু'রকম কথায় রীতিমতো তৈরি হয়েছে ধোঁয়াশা। 

এদিকে যে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এদিনের শুনানি, সেই মামলাকারী আইনজীবী সুস্মিতা দত্ত আদালতে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। সাক্ষীদের ভয় দেখান হচ্ছে, এমনকি তাঁদের সই পর্যন্ত নকল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন

এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্যাতিতার বাবাকে নিজের চেম্বারে ডেকে পাঠান। সূত্রের খবর, সেখানে তাঁর সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। জানতে চান, তাঁর এবং তাঁর আর এক মেয়ের ভিন্ন দাবি কেন? কেন তিনি রাজ্য পুলিশের ওপরে আস্থা রাখছেন? আর কেনই বা তাঁর আর এক মেয়ে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন? প্রায় ১৫ মিনিট নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি। 

এরপরেই নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন বিচারপতি। আদালতের সাফ নির্দেশ রাজ্যের ডিজিকে নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্যাতিতার পরিবার যাতে কোনওরকম চাপের কাছে নতি স্বিকার না করে তাও দেখতে হবে। 


 

Read more!
Advertisement
Advertisement