Advertisement

বাস খুলতেই বেরিয়ে এল ঝাঁকে-ঝাঁকে পাখি, ঝাড়খন্ড থেকে কীভাবে এল কলকাতায়

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। আন্তঃরাজ্য একটি চক্র কাজ করছে পাখি পাচারের কাজে। এদিন রাঁচি থেকে কলকাতায় আনা হয়েছিল পাখিগুলোকে। এরপর সেগুলো বাইরে পাচার করে দেওয়া হওয়ার ছক ছিল।

বাবুঘাট থেকে উদ্ধার হওয়া পাখিগুলি। ছবি: অরিন্দম ভট্টাচার্য
অরিন্দম ভট্টাচার্য
  • বিধাননগর,
  • 14 Feb 2021,
  • अपडेटेड 5:56 PM IST
  • কলকাতা থেকে উদ্ধার হল আড়াইশোটি পাখি
  • সেগুলি আনা হচ্ছিল রাঁচি থেকে
  • রবিবার বাবুঘাট বাস টার্মিনাল থেকে সেগুলি উদ্ধার করা হয়

কলকাতা থেকে উদ্ধার হল আড়াইশোটি পাখি। সেগুলি আনা হচ্ছিল রাঁচি থেকে। রবিবার বাবুঘাট বাস টার্মিনাল থেকে সেগুপলি উদ্ধার করা হয়।

পুলিশ ও বন দফতর সূত্রে খবর, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। আন্তঃরাজ্য একটি চক্র কাজ করছে পাখি পাচারের কাজে। এদিন রাঁচি থেকে কলকাতায় আনা হয়েছিল পাখিগুলোকে। এরপর সেগুলো বাইরে পাচার করে দেওয়া হওয়ার ছক ছিল।

এ ব্য়াপারে আগে থেকে খবর ছিল বন দফতরের কাছে। সেই ভিত্তিতে অভিযান চালায় রাজ্য বন দফতরের বন্যপ্রাণ অপরাধ দমন শাখা। তারা শনিবার রাতেই সেখানে পৌঁছে যায় বলে জানা গিয়েছে। এবং সেখানেই ওঁৎ পেতে থাকে।

ভিন রাজ্য থেকে বাবুঘাটে রোজ অজস্র বাস আসে। তাই বন দফতরকে বাড়তি সতর্ক থাকতে হয়েছিল। অভিযান চালিয়ে একটি বেসরকারি বাস থেকে সেগুলিকে উদ্ধার করা হয়। ধৃত দুই ব্যক্তির নাম নারায়ন সিং এবং তৌফিক আলম।

নারায়ন ওই বাসের চালক এবং তৌফিক খালাসী। উদ্ধার হওয়া পাখিগুলিকে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগরে। সেখানে রয়েছে বন্যপ্রাণ অপরাধ দমন শাখার অফিস। আপাতত তাদের সেখানে রাখা হয়েছে। বাসের ডিকিতে একাধিক খাঁচায় ভরে সেগুলি আনা হচ্ছিল। ঠাসাঠাসি করে সেগুলিকে রাখা হয়েছিল।

জানা গিয়েছে, ওই পাখিগুলি আনুমানিক বাজারদর তিন লক্ষ টাকা। ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। তারা কোথা থেকে পাখিগুলি এনেছিল, সে ব্যাপারে জানার চেষ্টা করা হচ্ছে। গাড়িটি ঝাড়খন্ডের। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত তা-ও দেখছে তদন্তকারীরা। রাঁচিতে তাদের পাখিগুলি কে দিল সে ব্যাপারেও জানার চেষ্টা করা হচ্ছে। 

Advertisement

বন্যপ্রাণ নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা 'বন্য'। তারা প্রশাসনের এই তৎপরতার প্রশংসা করেছে। এদিকে, কোনও পাখি আহত হয়েছে কিনা, দেখা হচ্ছে। খাঁচায় করে সেগুলি আনা হয়েছিল। রাখা হয়েছিল ঠাসাঠাসি করে। তাই তাদের আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement