Advertisement

মুকুলকে PAC থেকে সরাতে আসরে শাহ! রাষ্ট্রপতি দরবারেও শুভেন্দুরা

মুকুল রায়কে PAC-র চেয়ারম্যান পদ থেকে সরাতে আজই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল BJP। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, PAC-র চেয়ারম্যান ইস্যুতে এবার তাঁরা রাষ্ট্রপতির কাছে দরবার করবেন।

মুকুল রায় ও অমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2021,
  • अपडेटेड 6:05 PM IST
  • PAC-র চেয়ারম্যান ইস্যুতে এবার তাঁরা রাষ্ট্রপতির কাছে দরবার করবে বিজেপি
  • জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

মুকুল রায়কে PAC-র চেয়ারম্যান পদ থেকে সরাতে আজই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল BJP। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন,  PAC-র চেয়ারম্যান ইস্যুতে এবার তাঁরা রাষ্ট্রপতির কাছে দরবার করবেন। যাবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছেও। এখানেই শেষ নয়, প্রতিটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষদেরও চিঠি পাঠাবেন তাঁরা। 

আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে শুভেন্দু অধিকারী বলেন, 'ভোটের পর থেকে শুধু হিংসা নয়। রাজ্যে বিধানসভাতেও সংবিধান মানা হচ্ছে না। এটা দেশের মানুষের জানা দরকার। সেজন্য আগামী সপ্তাহে আমরা রাষ্ট্রপতির কাছে দরবার করব। এই নিয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে আমরা এগুলো করব। তিনি আমাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।' 

আরও পড়ুন : মঙ্গলকোটে শুটআউট, প্রকাশ্যে খুন TMC-র অঞ্চল সভাপতি

PAC-বিতর্কে বিধানসভার ৮ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়করা। তারপর তাঁরা রাজ্যপালের কাছে যান। শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'তৃণমূল কংগ্রেস PAC নিয়ে রাজনীতিকরণ করেছে। জনগণকে বঞ্চনা করেছে সরকার। লোকসভাতে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী হতেন  PAC চেয়ারম্যান। ১৯৬৭ সালের পর থেকে এই নিয়মে পরিবর্তন আসে। এবার আমরা অশোক লাহিড়িকে PAC চেয়ারম্যান করতে বলেছিলাম। কিন্তু, আমাদের দাবিতে মান্যতা দেওয়া হয়নি। নিয়ম না মেনে মুকুল রায়য়কে করা হয়েছে।'

মুকুল রায়কেও আক্রমণ করেন শুভেন্দু। বলেন,  'তিনি বিজেপির টিকিটে জিতে এখন বিধায়ক। যোগ দিয়েছেন তৃণমূলে। তারমানে সেই দলের সদস্য। তারপরও কেন চেয়ারম্যান হলেন?' শুভেন্দুর আরও সংযোজন, আর্থিক দুর্নীতি ঢাকতে বিরোধী দলের কাউকে PAC -র চেয়ারম্যান করতে দিচ্ছে না রাজ্য সরকার।  

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement