পুর নির্বাচন (Municipal Election In West Bengal) কবে হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরছে বিভিন্নমহলে। তার সঙ্গে চলছে শাসক-বিরোধী তরজাও। শাসকদল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে পুরভোট পিছিয়ে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। একইসঙ্গে অবিলম্বে পুরসভাগুলির নির্বাচন করারও দাবি জানান হয়েছে তাঁদের তরফে। এই পরিস্থিতিতে কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোটের সম্ভাব্য দিনক্ষণ মিলল রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২২ নভেম্বর জারি করা হতে পারে কলকাতা ও হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি। কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, আগামী ২৫ নভেম্বর শুরু হবে মনোনয়ন পত্র জমার প্রক্রিয়া। চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৪ ডিসেম্বর স্ক্রুটিনি। ভোট হবে ১৯ ডিসেম্বর, এবং গণনা ২২ ডিসেম্বর।
এই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে আরও খবর, ভোটের জন্য রাজ্য সরকারকে ইতিমধ্যেই ২০০ কোটি টাকা খরচের হিসাব আনুমানিক ভাবে পাঠানো হয়েছে। পাশাপাশি কমিশনের এক কর্মকর্তা জানান, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে ভোটে পর্যাপ্ত বাহিনী থাকছে। তাছাড়া ভোটকর্মীর সংখ্যাও রাজ্য সরকারকে জানিয়েছে কমিশন।
অন্যদিকে রাজ্যের বাকি ১১২ টি পুরনিগম ও পৌরসভার নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তিন দফায় হতে পারে বলে জানা যাচ্ছে। তবে আপাতত বড়দিনের আগে ফের কলকাতা ও হাওড়ায় নির্বাচনী দামামা বাজতে পারে বলেই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।