Advertisement

Mamata-Abhishek Banerjee Poster : কলকাতায় নয়া পোস্টারে এবার মমতা-অভিষেক পাশাপাশি, জল্পনা

রবিবার উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে দেখা যায় নতুন এই হোর্ডিংটি। ওই হোর্ডিংয়ে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। আর তাতে লেখা, "পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ"। তাতে আরও লেখা, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে"। হোর্ডিংয়ের তলায় লেখা, "প্রচারে : ২৮ ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরাম"। 

এই সেই হোর্ডিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2022,
  • अपडेटेड 6:33 PM IST
  • উত্তর কলকাতায় নয়া হোর্ডিং
  • সেখানে মমতা-অভিষেকের ছবি
  • হোর্ডিং-এর লেখা ঘিরে জল্পনা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ৬ মাসের মধ্যে নতুন তৃণমূল আসার ঘোষণা করে শহর কলকাতার বুকে ইতিমধ্যেই পড়েছে পোস্টার। এমনকী কলকাতার সীমারেখা ছাড়িয়ে জেলাতেও সেই ধরনের পোস্টার দেখা গিয়েছে। এবার কলকাতায় দেখা গেল নতুন এক হোর্ডিং। 

রবিবার উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে দেখা যায় নতুন এই হোর্ডিংটি। ওই হোর্ডিংয়ে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। আর তাতে লেখা, "পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ"। তাতে আরও লেখা, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে"। হোর্ডিংয়ের তলায় লেখা, "প্রচারে : ২৮ ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরাম"। 

এর আগে যে পোস্টার দেখা গিয়েছিল তাতে লেখাছিল, "আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।" প্রথমে সেই পোস্টার দেখা যায় দক্ষিণ কলকাতায়। এরপর উত্তরবঙ্গের মালদায় চাঁচল শহরেও সেই পোস্টার নজরে আসে। আর সেই পোস্টার নিয়ে যখন রাজনৈতিকমহলে জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় সামনে এলে নয়া এই হোর্ডিং।  

এই হোর্ডিং-এর বিষয়ে বাংলা সিটিজেন্স ফোরামের সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন, "আমরা বিশ্বাস করি দিদির নেতৃত্বে বাংলায় যে ভাল কাজ চলছে, তা আমাদের জন্য গর্বের বিষয়। তাই আমরা এই হোর্ডিং দিয়েছি।" পাল্টা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, "পুরো দলটাই (TMC) পচে গেছে। কে নতুন আর কে পুরনো বোঝা খুব কঠিন। আমি বিশ্বাস করি যাঁদের গ্রেফতার করা হবে তাঁরা বুড়ো হয়ে যাবেন। ওই দলে নতুন মুখ নেই, সবাই পুরনো"

আরও পড়ুন'ED পোষ মানবে না, কামড়াবে', CBI-কে আক্রমণ করে বিস্ফোরক দিলীপ

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement