Advertisement

নিউটাউন হিট অ্যান্ড রান কাণ্ডে ২ জনের নাম প্রকাশ, বিরাট বিক্ষোভ পড়ুয়াদের

দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের। বিক্ষোভকারী পড়ুয়াদের আরও দাবি, ঘটনার নেপথ্যে হয়তো কোনও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, আর সেই কারণেই নাম আড়াল করার চেষ্টা করছে পুলিশ। দোষীদের নাম প্রকাশ ও গ্রেফতারের দাবিতে নিউটাউনে বিশ্ববাংলা গেটের (New Town Biswa Bangla Gate) কাছে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। 

নিউটাউনে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে উত্তেজনা
Aajtak Bangla
  • নিউটাউন,
  • 02 Jan 2023,
  • अपडेटेड 8:09 PM IST
  • দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে উত্তেজনা
  • সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি
  • ঘাতক গাড়ি বাজেয়াপ্ত

আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্র শাকিল আহমেদের (Shakil Ahamed) গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনায় পড়ুয়া বিক্ষোভ অব্যাহত। ঘটনায় দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের। বিক্ষোভকারী পড়ুয়াদের আরও দাবি, ঘটনার নেপথ্যে হয়তো কোনও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, আর সেই কারণেই নাম আড়াল করার চেষ্টা করছে পুলিশ। দোষীদের নাম প্রকাশ ও গ্রেফতারের দাবিতে নিউটাউনে বিশ্ববাংলা গেটের (New Town Biswa Bangla Gate) কাছে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। 

এদিকে পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। আটকও করা হয়েছে এক জনকে। তবে তদন্তের স্বার্থে অবশ্য প্রথমে কোনও নাম প্রকাশ করতে চায়নি পুলিশ। পাল্টা নাম প্রকাশের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারী পড়ুয়ারা। যার জেরে প্রতীক খাঁড়া এবং আলি নামে দু'জনের নাম প্রকাশ করে পুলিশ। যদিও তাতে অবশ্য সন্তুষ্ট নন বিক্ষোভকারী পড়ুয়ারা। তাঁদের দাবি সম্পূর্ণ নাম ও সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে এবং দোষীদের গ্রেফতার করতে হবে। এই বিষয়ে পুলিশ জানাচ্ছে, দোষীদের গ্রেফতার করতে হয়ত আরও ২৪ ঘণ্টা মতো সময় লাগতে পারে। যার জেরে আপাতত ক্যাম্পাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। আপাতত ঘটনাস্থলেই চলবে অবস্থান বিক্ষোভ।

জানা গিয়েছে, রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন ভূগোলের স্নাতকের দ্বিতীয় বর্ষের পড়ুয়া শাকিল আহমেদ। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্যাম্পাস থেকে বেরিয়ে ইকোস্পেসের দিকে যাচ্ছিলেন শাকিল। ওই সময় বিশ্ববিদ্যালয়ের মূল গেটের থেকে কিছুটা দূরে একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে তাঁকে। গাড়ির ধাক্কায় রাস্তা থেকে সার্ভিস রোডে ছিটকে পড়েন শাকিল। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক গাড়িটি কদমপুকুর মোড়ের দিক থেকে আসছিল বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। অন্যদিকে এই ঘটনায় ‘Hit and Run’ মামলা রুজু করে তদন্তে নামে টেকসো সিটি থানার পুলিশ। 

Advertisement

আরও পড়ুন - জানুয়ারিতে শনি-সহ বেশকিছু গ্রহের গোচর, ৫ রাশির ক্ষতির আশঙ্কা

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement