Advertisement

Newtown Snake-Bite Death: নিউটাউনে সাপের ছোবলে মৃত্যু, ১০০ শিশি কার্বোলিক-সাপুড়েরও খোঁজ, খোলা হল কন্ট্রোল রুম

সাপের আতঙ্ক বাড়ছে নিউটাউনে। দিনে-দুপুরে নিউটাউনে সাপের দেখা পাওয়া জলভাত হয়ে গেছে। এরইমধ্যে বিষধর সাপের ছোবলে এক তরুণের মৃত্যু আতঙ্কের সৃষ্টি করেছে নিউটাউনে। বিভিন্ন আবাসনে কার্বলিক অ্যাসিড ছড়ানোর শুরু হয়েছে। সাপ ধরতে পারে এরকম ব্যক্তি বা এনজিও-র সঙ্গে যোগযোগ করছেন আবাসনের বাসিন্দারা।

ফাইল ছবি।
সুকমল শীল
  • কলকাতা ,
  • 08 Jul 2023,
  • अपडेटेड 2:35 PM IST
  • সাপের আতঙ্ক বাড়ছে নিউটাউনে।
  • দিনে-দুপুরে নিউটাউনে সাপের দেখা পাওয়া জলভাত হয়ে গেছে।
  • এরইমধ্যে বিষধর সাপের ছোবলে এক তরুণের মৃত্যু আতঙ্কের সৃষ্টি করেছে নিউটাউনে।

সাপের আতঙ্ক বাড়ছে নিউটাউনে। দিনে-দুপুরে নিউটাউনে সাপের দেখা পাওয়া জলভাত হয়ে গেছে। এরইমধ্যে বিষধর সাপের ছোবলে এক তরুণের মৃত্যু আতঙ্কের সৃষ্টি করেছে নিউটাউনে। বিভিন্ন আবাসনে কার্বলিক অ্যাসিড ছড়ানোর শুরু হয়েছে। সাপ ধরতে পারে এরকম ব্যক্তি বা এনজিও-র সঙ্গে যোগযোগ করছেন আবাসনের বাসিন্দারা। 

গত রবিবার নিউ টাউনের অ্যাকশন এরিয়া ৩-এর রোজডেল হাউজিং কমপ্লেক্সের কাছে ডাউনটাউন মলের কাছে সাপের কামড়ে ২৩ বছর বয়সী এক তরুণ মারা যান। তিনি এক বন্ধুর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। তখনই তাঁকে বিষধর সাপে কামড়ায়।
বৃহস্পতিবার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) দ্বারা জারি করা একটি পরামর্শে বলা হয়েছে যে, টাউনশিপের তিনটি শহুরে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র — অ্যাকশন এরিয়া ৩-এর আকাঙ্খা মোড়ের কাছে, অ্যাকশন এরিয়া ১-তে নিউটাউন বিজনেস ক্লাবের কাছে এবং নভোটেলের বিপরীতে মেলার মাঠের কাছে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টি-ভেনমের শিশি এবং অন্যান্য ওষুধ এবং স্যালাইনের বোতল মজুত করা হয়েছে। এই কেন্দ্রগুলো সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকে।

এনকেডিএর একজন পদস্থ আধিকারিক বলেছেন যে, তাঁরা উত্তর ২৪-পরগনার স্বাস্থ্যের প্রধান মেডিকেল অফিসারকে অন্তত একটি কেন্দ্র চব্বিশ ঘন্টা খোলা রাখার জন্য অনুরোধ করেছেন। এনকেডিএ একটি হেল্পলাইনও খুলেছে — 9932864112 — সাপ-সম্পর্কিত জরুরি অবস্থার জন্য। বন বিভাগের দুজন কর্মকর্তার নম্বর রয়েছে যাদের জরুরি সময়ে যোগাযোগ করা যেতে পারে। নম্বরগুলি হল 8967871477 এবং 8670694711।

হিল্যান্ড উইলোসের বাসিন্দাদের কল্যাণ সমিতি প্রায় ১০০ লিটার কার্বলিক অ্যাসিড মজুদ করেছে। এবং স্প্রে করা হচ্ছে। নিউটাউন ফোরাম এবং নিউজের বাসিন্দাদের সংগঠনের তরফে জানানো হয়েছে, তাঁরা এনজিও এবং সাপ ধরতে পারদর্শী ব্যক্তিদের একটি ডাটাবেস তৈরি করেছেন। নিউ টাউনের এলিটা গার্ডেন ভিস্তায় ইতিমধ্যেই ২০টি অ্যান্টি স্নেক ভেনমের শিশি সংগ্রহ করেছে।

Advertisement

জানা গেছে, নিউটাউনে চন্দ্রবোড়া ও কালাচ সাপের উপদ্রবের খবর মিলছে। এলাকায় প্রচুর ঘাসে ভরা জমি ও জলাশয় থাকায় সাপের আনাগোনা বাড়ছে।


 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement