Advertisement

Nirmal Maji Calcutta Medical College RKS Chairman : 'ছাঁটা' হল নির্মল মাজির ডানা, হাসপাতালে কমিটির প্রধান পদ থেকে অপসারিত

Nirmal Maji Calcutta Medical College RKS Chairman: ডানা ছাঁটা হল তৃণমূল বিধায়ক নির্মল মাজির। তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন। তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে তৃণমূল বিধায়ক-চিকিৎসক নেতা নেতা সুদীপ্ত রায়কে।

সুদীপ্ত রায় এবং নির্মল মাজিসুদীপ্ত রায় এবং নির্মল মাজি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2022,
  • अपडेटेड 9:33 AM IST
  • ডানা ছাঁটা হল তৃণমূল বিধায়ক নির্মল মাজির
  • তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন
  • তাঁর জায়গায় আনা হয়েছে তৃণমূল বিধায়ক-চিকিৎসক নেতা নেতা সুদীপ্ত রায়কে

Nirmal Maji Calcutta Medical College RKS Chairman: ডানা ছাঁটা হল তৃণমূল বিধায়ক নির্মল মাজির। তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন। তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে তৃণমূল বিধায়ক-চিকিৎসক নেতা নেতা সুদীপ্ত রায়কে। 

বাকি সমিতি অপরিবর্তিত
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফ থেকেএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রোগী কল্যাণ সমিতির বাকি সদস্যদের কোন বদল করা হয়নি। তা একই রয়েছে। এমনই জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।

একের পর এক বিতর্ক
নির্মল মাজি এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। তা সে কুকুরের ডায়ালিসিস হোক বা কুকথা বলার অভিযোগ। বা তাঁর পাঠানো রোগীকে দেরিতে ভর্তি করায় গালাগাল দেওয়া। বারবার তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। কেন তাঁকে সরানো হল, সে ব্যাপারে কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি।

আরও পড়ুন

হাসপাতালে পরিষেবা আরও মসৃণভাবে চালানোর জন্য এই সিদ্ধান্ত বলে সরকারি  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্মল মাজি হাওড়ার উলুবেড়িয়ার বিধায়ক। সুদীপ্তবাবু হুগলির শ্রীরামপুরের বিধায়ক। তিনি আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এর পাশাপাশি তিনি হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন। 

মাসকয়েক আগের ঘটনা। হাওড়ার এক পঞ্চায়েত প্রধান নির্বাচনের পর বিতর্ক জড়িয়েছিলেন নির্মল মাজি। তিনি সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মিষ্টি খাইয়ে দেন। আবার সেই সিভিক ভলেন্টিয়ার তাঁকে মিষ্টি খাওয়ানো। এমনই অভিযোগ উঠেছিল। রাজ্যের বিরোধীরা এই ঘটনার কড়া সমালোচনা করেছিলেন। তাঁরা প্রশ্ন তুলেছিলেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে।

সুদীপ্ত রায়ের প্রতিক্রিয়া
এদিন সুদীপ্ত রায় বলেন, "চেষ্টা করব সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটা গ্রহণযোগ্য সমাধান যাতে পাওয়া যায়। এবং সত্যিকারের মানুষ পরিষেবা পান। যেটা রোগীকল্যাণ সমিতির মুখ্য উদ্দেশ্য। মানুষের কাছে স্বাস্থ্য ব্য়বস্থা এবং পরিষেবা পৌঁছে দেওয়া। আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসবে কাজ করছি। এভাবে যে বিনা পয়সায় যে চিকিৎসা পৌঁছে দেওয়া, সর্বস্তরে চিকিৎসা পৌঁছে দেওয়া যায়, তা দেখিনি।"

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement