Advertisement

কমাতে হবে ভিড়, অফিস টাইমে তাই চলবে ৯৫ শতাংশ লোকাল ট্রেন

আরও বাড়তে চলেছে লোকাল ট্রেনের সংখ্যা। এবার অফিস টাইমে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। করোন সুরক্ষা মাথায় রেখেই চলাচল করবে লোকাল ট্রেন।

বাড়ছে লোকালের সংখ্যা। ফাইল ছবি- নিজস্ব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2020,
  • अपडेटेड 6:21 PM IST
  • বাড়ছে অফিস টাইমে লোকাল ট্রেন
  • নয়া সিদ্ধান্ত রেল-রাজ্যের বৈঠকে
  • ৯৫ শতাংশ লোকাল চলবে অফিস টাইমে

আরও বাড়তে চলেছে লোকাল ট্রেনের সংখ্যা। এবার অফিস টাইমে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। করোন সুরক্ষা মাথায় রেখেই চলাচল করবে লোকাল ট্রেন।

নতুন কী সিদ্ধান্ত
 
করোনা মহামারি শুরু হওয়ার পরে গোটা দেশে থমকে যায় রেল পরিষেবা। দীর্ঘ ৭ মাসের বেশি সময় পরে বুধবার থেকে শুরু হয় রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। প্রথম দিনই বেশ কিছু লাইনের ট্রেনের প্রচুর ভিড় দেখা যায়। এর পরেই অফিস টাইমে লোকাল ট্রেন বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে রেল ও রাজ্য। এদিন বৈঠকে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার), শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের ডিআরএম ও আরপিএফের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই বৈঠকে ঠিক হয় এবার থেকে অফিস টাইমে চলবে ৯৫ শতাংশ লোকাল ট্রেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৮৪ শতাংশ লোকাল ট্রেন চালানো হচ্ছিল অফিস টাইমে। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা বাড়িয়ে ৯৫ শতাংশ করা হল।

সুরক্ষা বিধি মেনে লোকাল ট্রেন

বৈঠকের পরে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, স্বাস্থ্য বিধি মেনে আরও বেশি লোকাল ট্রেন চলবে। এমনটাই আশ্বাস দিয়েছে রেল। বেশি সংখ্যক লোকাল ট্রেন চললে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে যাত্রীদের আরও সুরক্ষিত রাখা সম্ভব হবে। করোনা কালে লোকালে ট্রেন পরিষেবা শুরু হওয়ার সময়ে বেশ কিছু নিয়ম বদলেছে যাত্রীদের জন্য। মাস্ক পরে ও সামাজিক দূরত্বে মানতে বলা হয়েছিল যাত্রীদের। কিন্তু প্রথম দিনই বেশ কিছু স্টেশন ও লোকাল ট্রেনে প্রচুর ভিড় নজরে আসে। লোকাল সংখ্যা নির্দিষ্ট থাকায় ভিড় বাড়ছে বলে অনুমান করছিলেন অনেকে। কিন্তু এবার ভিড় যাতে কম হয় তার জন্য লোকাল ট্রেন সংখ্যা আরও বাড়িয়ে দিল রেল। মূলত অফিস টাইমে এই লোকাল ট্রেন বেশি সংখ্যায় চলবে। ফলে আগের দিনের থেকে ভিড়ের চিত্রটা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement