Advertisement

বড়দিনে মাতোয়ারা পার্কস্ট্রিট, নিরাপত্তার চাদরে মুড়েছে তিলোত্তমা

কলকাতা পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র পার্কস্ট্রিট চত্বরের নিরাপত্তাতেই মোতায়েন থাকছেন ৩ হাজার পুলিশ কর্মী। ৬টি জোনে তাঁদের নেৃতৃত্ব দিচ্ছেন ৬ জন ডিসি। গোটা পরিস্থিতির ওপরে নজরে রাখছেন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসারেরা। পার্কস্ট্রিট সংলগ্ন সমস্ত রাস্তায় থাকছে কড়া নজরদারি। রয়েছে ১১টি ওয়াচ টাওয়ার। মহিলাদের নিরাপত্তায় থাকছেন উইনার্স টিমের সদস্যরাও। 

জমজমাট পার্কস্ট্রিট
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 25 Dec 2021,
  • अपडेटेड 5:15 PM IST
  • পার্কস্ট্রিটে মহিলাদের নিরাপত্তায় উইনার্স টিম
  • চার্চগুলিতে বিশেষ নিরাপত্তা
  • ভোর ৪টে পর্যন্ত খোলা পানশালা-পাব

বড়দিনের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা রাজ্য। আর বড়দিন মানেই বেশিরভাগ শহরবাসীরই গন্তব্য পার্কস্ট্রিট (Park Street Kolkata)। কারণ বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারেও আলোকমালায় সেজে উঠেছে গোটা পার্কস্ট্রিট চত্বর। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ভিড়। আর তাই কোভিড পরিস্থিতিতে সংক্রমণ ঠেকানোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতেও বদ্ধপরিকর কলকাতা পুলিশ। একনজরে দেখে নেওয়া যাক উৎসবের মরশুমে পার্কস্ট্রিটসহ গোটা শহরের নিরাপত্তার চিত্রটা ঠিক কী রকম। 

কলকাতা পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র পার্কস্ট্রিট চত্বরের নিরাপত্তাতেই মোতায়েন থাকছেন ৩ হাজার পুলিশ কর্মী। ৬টি জোনে তাঁদের নেৃতৃত্ব দিচ্ছেন ৬ জন ডিসি। গোটা পরিস্থিতির ওপরে নজরে রাখছেন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসারেরা। পার্কস্ট্রিট সংলগ্ন সমস্ত রাস্তায় থাকছে কড়া নজরদারি। রয়েছে ১১টি ওয়াচ টাওয়ার। মহিলাদের নিরাপত্তায় থাকছেন উইনার্স টিমের সদস্যরাও। 

পার্কস্ট্রিটের পাশাপাশি গোটা কলকাতা শহরকেই মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদড়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশেষ নাকা। শহরে রয়েছে ১০০টি অ্যাসিস্টান্ট বুথ। রয়েছে ৯০টি পুলিশ পিকেট। টহলদারি চালাচ্ছে ১০টি পিসিআর ভ্যানও। পাশাপাশি ২০টি বাইকে পেট্রোলিং চালাচ্ছেন সার্জেন্ট পদমর্যাদার অফিসাররা। তাছাড়া শপিং মল, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা সহ সমস্ত দ্রষ্টব্য স্থানে মোতায়েন রয়েছে উইনার্স টিম। ক্যুইক রেসপন্স টিম থাকছে শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে। তাছাড়া চার্চগুলিতেও রয়েছে বিশেষ নিরাপত্তা। 

তবে ফেস্টিভ সিজনে ১ জানুয়ারি পর্যন্ত করোনা সংক্রান্ত রাতের বিধিনিষেধ শিথিল করা হয়েছে। যদিও মাস্ক পরা বাধ্যতামূলক। পাশপাশি পাব ও পানশালাগুলি খোলা থাকছে ভোর ৪টে পর্যন্ত। সেখানেও থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement