Advertisement

Partha Chatterjee SSC সিবিআই: সাড়ে ৩ ঘণ্টা জেরার পর পার্থকে ছাড়ল CBI

Partha Chatterjee : সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। এদিনের নির্দেশে বলা হয়েছিল, সন্ধে ৬ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে হবে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2022,
  • अपडेटेड 9:59 PM IST
  • এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দে
  • আজই হাজিরার নির্দেশ
  • উপদেষ্টা কমিটির আরও ৫ জনকে হাজিরার নির্দেশ

SSC দুর্নীতি : পার্থ চট্টোপাধ্যায়ের মামলার UPDATES :  

  • সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
  • প্রাক্তন শিক্ষামন্ত্রী, রাজ্যে বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আর তারই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার। মাত্র চার মাস আগে ১১ জানুয়ারি তাঁকে কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছিল।
     
  • সূত্রের খবর, এখনও পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেননি তদন্তকারীরা। তিনি ১৪ তলায় গিয়েছেন।
  • সূত্রের খবর, ৩ জন সিবিআই আধিকারিক পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করবেন। 
  • ১৪ তলায় যাবেন পার্থ চট্টোপাধ্যায়। লিফটে করে উপরে গেলেন। 
  • নিজাম প্যালেসে সিবিআই দফতরে এসে পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 
  • নিজাম প্যালেসে তৎপরতা তুঙ্গে। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। মোতায়েন পুলিশও। 
  • বাড়ি থেকে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই-এর দফতর নিজাম প্যালেসে যাচ্ছেন ? 
  • আদালত সূত্রে খবর, এদিন পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবীরা ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানান, তাঁদের মক্কেল সিবিআই-এর কাছে হাজিরা দেবেন। তবে তাঁকে যেন গ্রেফতার করা না হয়। তবে ডিভিশন বেঞ্চ পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দেন। জানানো হয়, মৌখিক আবেদনের ভিত্তিতে এমন কোনও নির্দেশ আদালত দিতে পারে না। 
  • আইনজীবী জানান, ৬০৯ জন এমন দুর্নীতির শিকার হয়েছেন। এই দুর্নীতি ব্যাপক। এই দুর্নীতির তদন্তে যাঁকে যাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই করবে। সন্ধে ৬ টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। 
  • আইনজীবী ফিরদৌস শামিম  সংবাদমাধ্যমকে জানান, পার্থ চট্টোপাধ্যায় যদি তদন্তে সাহায্য না করেন তাহলে প্রয়োজনে তাঁকে CBI হেফাজতেও নিতে পারেন।   
  • আইনজীবী ফিরদৌস শামিম আরও জানান, নিয়ম অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করেনি মহামান্য আদালত। অর্থাৎ আজ সন্ধে ৬ টার মধ্যেই তাঁকে CBI দফতরে হাজিরা দিতে হবে। আর হাজিরা না দিলে আদালত অবমাননা করা হবে। 
  • পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করল না ডিভিশন বেঞ্চ। এই মামলার আইনজীবী জানান, সিঙ্গল বেঞ্চ সকালে যে নির্দেশ দিয়েছিল তাই বলবৎ রাখল মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।  
  • সিবিআই দফতরে এলেন উপদেষ্টামণ্ডলীর আরও ২ সদস্য। এই নিয়ে মোট ৪ জন এলেন। আরও একজন আসা বাকি। 
  • সিবিআই হাজিরা এড়াতে ডিভিশন বেঞ্চে মামলা পার্থ চট্টোপাধ্যায়ের। মামলার শুনানি শুরু হয়েছে। 
  • নিজাম প্যালেসে উপদেষ্টা কমিটির দুজন এখনও পর্যন্ত হাজিরা দিলেন
  • এখনও একাধিকজনের হাজিরা দেওয়ার কথা 
  • সিবিআই সূত্রে খবর, সবাইকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।  

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকের নির্দেশে বলা হয়েছে, সন্ধে ৬টার মধ্যে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। 

আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এই নির্দেশ দেন। আজ এসএসসি নিয়ে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দেয় তার ভিত্তিতে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছে যান মামলাকারীরা। আর তারপরই সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। 

আরও পড়ুন

গত ১৩ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল CBI-এর কাছে। তখন ডিভিশন বেঞ্চ সেই রায়ে স্থগিতাদেশ দেয়। তবে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সব রায়ের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে যান মামলাকারীরা। পাশাপাশি বিচারপতির নির্দেশ .উপদেষ্টা কমিটির ৫ জনকেও সিবিআই-এর কাছে হাজিরা দিতে হবে। সময় বিকেল ৪ টের মধ্যে। শান্তিপ্রসাদ সিনহা সহ ৫ জন রয়েছেন এই কমিটিতে। 

সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের চূড়ান্ত রিপোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে অনিয়মের কথা বলা হয়। এই কমিটির রিপোর্টের পরেই  হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হাজিরার নির্দেশ দিল।

শুধু CBI দফতরে হাজিরার নির্দেশ দিয়েই থেমে থাকল না কলকাতা হাইকোর্ট। তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরামর্শ দিল রাজ্যের সর্বোচ্চ আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যদি পার্থ চট্টোপাধ্যায় নিজে থেকে সরে না দাঁড়ান মন্ত্রিসভা থেকে, তাহলে সরকার ও রাজ্যপালের তরফে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হোক।

Read more!
Advertisement
Advertisement