ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে গত কয়েক বছরে একাধিকবার বিপত্তির মুখে পড়তে হয়েছে বউবাজারে দুর্গা পাতুরি লেনের বাসিন্দাদের। পুজোর আগে আরও একবার বিপাকে পড়তে হল তাঁদের। দুর্গা পিতুরি লেনে মাটির নীচ থেকে জল বার হচ্ছে। যার জেরে শুক্রবার সকাল থেকে নতুন করে আতঙ্ক দানা বাঁধল শহরের ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।
অতীতে ওই এলাকায় মেট্রোর কাজের জেরে বহু বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। যার জেরে ঘর ছাড়তে হয়েছিল বাসিন্দাদের। এদিনের ঘটনার পরও বেশ কয়েকটি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। কয়েক জন বাসিন্দাদের হোটেলে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার আধিকারিকরা।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল দেখা যায়। তার পরই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখে ১১টি বাড়ি ফাঁকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রোর আধিকারিকরা। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের অগাস্ট মাসে দুর্গা পিতুরি লেনে মেট্রোর কাজের জেরে বিপর্যয় ঘটেছিল। বহু বাড়িতে ফাটল দেখা যায়। গত বছর মার্চ মাসে নতুন করে আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। ফের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্তও মেট্রো পরিষেবা চালু হয়েছে। তবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত রুটে এখনও পরিষেবা চালু করা হয়নি। তার আগে ফের যেভাবে মেট্রোর কাজ ঘিরে উদ্বেগ ছড়াল, তাতে আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা।