Advertisement

Petrol Diesel Price : 'জ্বালানি থেকে কেন্দ্রীয় কর কমান,' মোদীকে চিঠি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) জ্বালানি (Petrol and Diesel)-র দাম নিয়ে ওই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে লিখেছেন, পেট্রল এবং ডিজেল থেকে কেন্দ্র যে কর নেয়, তা কমানো হোক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2021,
  • अपडेटेड 9:28 PM IST
  • জ্বালানির ওপর থেকে কর কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • সোমবার তিনি সেই চিঠি দিয়েছেন
  • জ্বালানির ওপর কেন্দ্র যে কর নেয়, তা কমানোর আবেদন করেছেন তিনি

জ্বালানি (Petrol and Diesel)-র ওপর থেকে কর কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র কাছে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। সোমবার তিনি সেই চিঠি দিয়েছেন। জ্বালানির ওপর কেন্দ্র যে কর নেয়, তা কমানোর আবেদন করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) জ্বালানি (Petrol and Diesel)-র দাম নিয়ে ওই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে লিখেছেন, পেট্রল এবং ডিজেল থেকে কেন্দ্র যে কর নেয়, তা কমানো হোক। তা হলে মানুষের অনেক সুবিধা হয়। একই সঙ্গে দেশে মূল্যবৃদ্ধির বিষয়টি দেখারও অনুরোধ করছি।

চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) লিখেছেন, রাজ্য সরকার পেট্রল এবং ডিজেল (Petrol and Diesel)- দু'টোর দামের ওপরই ছাড় দিয়েছে। যাতে মানুষের কিছুটা সুবিধা হয়। তিনি জানিয়েছেন, কেন্দ্র লাগাতার সেস বাড়িয়ে যাচ্ছে।

এ ব্য়াপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেছেন, কেন্দ্রীয় করের সেসের অংশ বেড়েই চলেছে। এটা বেশ উদ্বেগের। আর এর জেরে রাজ্য তার প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। কারণ সেস পায় কেন্দ্র। এর ভাগ রাজ্য পায় না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেছেন, আপনাকে অনুরোধ করব, এই রকম ফেডেরাল-বিরোধী ব্যবস্থা থেকে বিরত থাকুন। তিনি আরও বলেন, গত ৬ বছরে জ্বালানি (Petrol and Diesel) থেকে আপনার সরকারের কর আদায় ৩৭০ শতাংশ বেড়েছে। এর কারণ লাগাতার দাম বাড়িয়ে চলা। ২০১৪-১৫ সাল থেকে জ্বালানির থেকে কেন্দ্রে ওই আয় বেড়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের একটি নীতির ব্য়াপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যার জেরে মানুষের সমস্যা বাড়ছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে পেট্রলের লিটার প্রতি দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে।

Advertisement

মমতা বলেন, আমি জানতে পেরেছে, চলতি বছরের ৪ মে থেকে ৮ বার জ্বালানির দাম বেড়েছে। এর মধ্যে শুধু জুন মাসে বেড়েছে ৬ বার। আরও আশ্চর্যজনক হল, এর মধ্যে এক সপ্তাহে দাম বেড়েছে ৪ বার।

মমতা আরও লিখেছেন, জ্বালানির এই ভাবে দাম বেড়ে চলার ফলে সমস্যা পড়েছেন মানুষ। আর এর জেরে জিনিসপ্তের দাম বেড়ে চলেছে। এ ব্য়াপারে উদ্বেগ প্রকাশ করছি। ওই নীতির ফলে মানুষ সমস্যার মধ্য়ে পড়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement