আগামী মাসেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, জুনে রাজ্য সফরে এসে রাজ্য বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি। মোদী সরকারের ৯ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে ঘরে ঘরেই পৌঁছে যাবেন বিজেপি নেতা-কর্মীরা।
রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী মাসে তিনটি বড় জনসভা হওয়ার কথা। সেই তিনটে জনসভাতে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জে পি নাড্ডাকে হাজির করানোর পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। যদিও জনসভার দিনক্ষণ ও স্থান এখনও ঠিক হয়নি। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সাংবাদিক বৈঠকে বলেন, 'আমরা আমাদের রাজ্যে ৩টি সভা করার প্রস্তাব দিয়েছি। ওইসব সভা হবে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গে। ওই তিন সভায় থাকবেন নরেন্দ্র মোদী, জে পি নাড্ডা ও অমিত শাহ। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী। আসার সম্ভাবনা রয়েছে ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিরও।'
সুকান্ত মজুমদার জানিয়েছেন, কেন্দ্রের মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে ২১ থেকে ৩০ জুন বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে। ৯ বছরের কাজের খতিয়ান তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে।