Advertisement

বিজেপি কর্মী বুলেট রায়ের মুক্তির দাবিতে উত্তপ্ত খড়দহ,ব্যাপক লাঠিচার্জ পুলিশের

বিজেপির উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ এক নম্বর মণ্ডলের যুব সম্পাদক বুলেট কুমার রায় এর মুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল খড়দহ থানা চত্ত্বর। থানার সামনে চলল বিক্ষোভ, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ।

বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ
দীপক দেবনাথ
  • খড়দহ,
  • 23 Dec 2020,
  • अपडेटेड 10:28 PM IST
  • বিজেপির উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ এক নম্বর মণ্ডলের যুব সম্পাদক বুলেট কুমার রায় এর মুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল খড়দহ থানা চত্ত্বর।
  • থানার সামনে চলল বিক্ষোভ, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ।

বিজেপির উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ এক নম্বর মণ্ডলের যুব সম্পাদক বুলেট কুমার রায়-এর মুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল খড়দহ থানা চত্বর। থানার সামনে চলল বিক্ষোভ, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। 


আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগে বুধবার সকালের দিকে বুলেটকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। সন্ধ্যায় তার মুক্তির দাবিতে থানার সামনে শুরু হয় পথ অবরোধ। টায়ার জ্বালিয়ে অবরোধে শামিল হয় কয়েকশো বিজেপি কর্মী। অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। বুলেটকে মুক্তির দাবিতে চল স্লোগানের পর স্লোগান। এ সময় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই সময় বিজেপির শ'খানেক কর্মী আটকদের মুক্তির দাবিতে থানার সামনে জমায়েত করে। ব্যস্ততম বিটি রোড অবরোধের চেষ্টা করা হয়।  ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও RAF। এর পর হঠাৎই বিজেপি কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। রণক্ষেত্র চেহারা নেয় খড়দহ থানা চত্বর।

পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। তাদেরকে ব্যারাকপুর বি.এন.বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ-এর খবর শুনে ঘটনাস্থলে আসছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement