Advertisement

Presidency Correctional Home : ক্লাসরুমে বন্দিরা, খুলল প্রেসিডেন্সি জেলের স্কুলও

করোনাকালে (Corona) রাজ্যের সর্বত্র স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়ায় পঠনপাঠন শিকেয় উঠেছিল জেলের ভিতরে থাকা পড়ুয়াদেরও। ইচ্ছে থাকলেও উপায় না থাকায় এতদিন বন্ধ ছিল স্কুলের দরজা। তবে রাজ্য সরকার দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়ার অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের মতো খুশি এখানকার পড়ুয়ারাও।

খুলে গেলে প্রেসিডেন্সি জেলের স্কুল
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 16 Nov 2021,
  • अपडेटेड 1:45 PM IST
  • বাংলায় খুলে গেল স্কুল
  • প্রেসিডেন্সি জেলের স্কুলও ফের চালু
  • খুশি জেলের পড়ুয়ারা

রাজ্য সরকারের নির্দেশিকা মেনে আজ মঙ্গলবার বঙ্গে পড়ুয়াদের জন্য খুলে গেল স্কুলের দরজা (School Reopen In West Bengal)। পিঠে ব্যাগ নিয়ে মঙ্গলবার সকাল থেকে ফের স্কুলের পথে ছাত্রছাত্রীরা। রাজ্যের অন্যত্র আর পাঁচটা স্কুলের মতো এদিন থেকে খুলে দেওয়াা হল প্রেসিডেন্সি জেলের (Presidency Correctional Home) স্কুলের দরজাও। তবে এখানে পড়াশোনা করেন শুধুমাত্র জেলের কয়েদিরাই। আবার ছাত্রছাত্রীদের ক্লাস নেন কয়েদিরাই। প্রায় ব্রিটিশ আমল থেকে প্রেসিডেন্সি জেলের ভিতরে চলে আসছে এই ছোট্ট স্কুল। পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক কয়েদিরা এই স্কুলে নিয়মিত পাঠ নেন। 

জেল সূত্রে খবর, অষ্টম শ্রেণি পর্যন্ত এই স্কুলের ছাত্র সংখ্যা প্রায় ১৫০-র কাছাকাছি। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র সংখ্যা ১৫ জন। স্কুলের পাশাপাশি প্রেসিডেন্সি জেলে বন্দি থাকা কয়েদিদের জন্য রয়েছে স্নাতকস্তরের পড়াশোনার ব্যবস্থাও। জেল সূত্রে আরও খবর, সেখানে স্নাতকস্তরে পড়ুয়ার সংখ্যা বর্তমানে প্রায় ১০-১২ জন। অন্যদিকে স্কুলে শিক্ষক রয়েছেন পাঁচজন, যাঁরাও প্রত্যেকেই ওই জেলের কয়েদি। 

করোনাকালে (Corona) রাজ্যের সর্বত্র স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়ায় পঠনপাঠন শিকেয় উঠেছিল জেলের ভিতরে থাকা পড়ুয়াদেরও। ইচ্ছে থাকলেও উপায় না থাকায় এতদিন বন্ধ ছিল স্কুলের দরজা। তবে রাজ্য সরকার দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়ার অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের মতো খুশি এখানকার পড়ুয়ারাও।

এই বিষয়ে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী আজতক বাংলাকে বলেন, "আমাদের স্কুলেও বহু প্রতিভা রয়েছে। জেলের ভেতরে থাকলেও এরা পড়াশোনার বিষয়ে আন্তরিক। আমার বিশ্বাস, এরা ভাল করে পড়াশোনা করে ভবিষ্যতে সমাজের মূল স্রোতে ফিরে, নিজেদের মুখ উজ্জ্বল করবে।" পাশাপাশি রাজ্যের এডিজি (কারা) পীযূষ পান্ডে বলেন, "যে সমস্ত জেলে স্কুলের ব্যবস্থা রয়েছে রাজ্য, সরকারের নির্দেশিকা মেনে আমরা সেই সমস্ত স্কুল আজ থেকে খুলে দিলাম, যাতে পড়াশোনা করতে আগ্রহী ছাত্ররা পঠনপাঠন থেকে বঞ্চিত না হয়। একইসঙ্গে যতদূর সম্ভব কোভিড গাইডলাইন মেনেই স্কুল চালানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েদেন এডিজি (কারা)। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement