Advertisement

Pujo Special Train: পুজোয় হাওড়া-শিয়ালদায় ৯ জোড়া স্পেশাল ট্রেন, কোন কোন রুটে?

পুজো স্পেশাল ট্রেন ঘোষণা করল পূর্ব রেল (Eastern Rail)।  নয় জোড়া পূজা স্পেশাল (Puja Special Tran) ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। পুজোর সময় পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান প্রায় সকলেরই থাকে। আবার দেশের বিভিন্ন প্রান্তে চাকরি বাকরির জন্য যাওয়া মানুষ বাড়ি ফেরেন। উৎসবের দিনগুলি পরিবারের সদস্যদের কাটাতে চান। তবে সেই সময় ট্রেনের টিকিট পাওয়া খুব কঠিন। তবে চিন্তা নেই। পুজোয় ঘুরতে যাওয়ার জন্য টিকিট বুক করার সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল। 

পুজোয় স্পেশাল ট্রেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2024,
  • अपडेटेड 4:01 PM IST

পুজো স্পেশাল ট্রেন ঘোষণা করল পূর্ব রেল (Eastern Rail)।  নয় জোড়া পূজা স্পেশাল (Puja Special Tran) ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। পুজোর সময় পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান প্রায় সকলেরই থাকে। আবার দেশের বিভিন্ন প্রান্তে চাকরি বাকরির জন্য যাওয়া মানুষ বাড়ি ফেরেন। উৎসবের দিনগুলি পরিবারের সদস্যদের কাটাতে চান। তবে সেই সময় ট্রেনের টিকিট পাওয়া খুব কঠিন। তবে চিন্তা নেই। পুজোয় ঘুরতে যাওয়ার জন্য টিকিট বুক করার সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল। 

পুজোর সময় ভ্রমণকারীদের সুবিধার জন্য, ১ অক্টোবর ২০২৪ থেকে ১ ডিসেম্বর  ২০২৪ পর্যন্ত ৯টি ভিন্ন রুটে পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এবার দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন চলবে।
 

পূজা স্পেশাল ট্রেনের তালিকা নিম্নরূপ:

০৩৪১৭ মালদা টাউন - উদনা জংশন    (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ - ২৪.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
০৩৪১৮ উদনা জংশন - মালদা টাউন    (প্রতি মঙ্গলবার    ০৮.১০.২০২৪ -    ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
০৩০০৭ হাওড়া -    খাতিপুরা    (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ - ২৪.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
০৩০০৮ খাতিপুরা - হাওড়া    (প্রতি মঙ্গলবার    ০৮.১০.২০২৪ -    ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
০৩৫০৯ আসানসোল -    খাতিপুরা (প্রতি মঙ্গলবার ০১.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
০৩৫১০ খাতিপুরা - আসানসোল    (প্রতি বুধবার ০২.১০.২০২৪ - ২৭.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
০৩১৩১ শিয়ালদা - গোরখপুর (প্রতি শনিবার ও সোমবার ০৫.১০.২০২৪ - ৩০.১১.২০২৪    পর্যন্ত মোট ১৭ ট্রিপ)
০৩১৩২ গোরখপুর - শিয়ালদা (প্রতি রবিবার ও মঙ্গলবার ০৬.১০.২০২৪ - ০১.১২.২০২৪ পর্যন্ত মোট ১৭ ট্রিপ)
০৩০৪৩ হাওড়া - রক্সউল জংশন    (প্রতি শনিবার ০৫.১০.২০২৪ - ৩০.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
০৩০৪৪ রক্সউল জংশন - হাওড়া    (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ - ০১.১২.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
০৩০৪৫ হাওড়া - রক্সাউল জংশন (প্রতি সোমবার    ০৭.১০.২০২৪ - ২৫.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
০৩০৪৬ রক্সউল জংশন - হাওড়া     (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
০৩১০৯ শিয়ালদা -  ভাদোদরা জংশন (প্রতি মঙ্গলবার ০১.১০.২০২৪ - ২৬.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
০৩১১০ ভাদোদরা জংশন  - শিয়ালদা (প্রতি বৃহস্পতিবার ০৩.১০.২০২৪ - ২৮.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
০৩৫৭৫ আসানসোল - আনন্দবিহার টার্মিনাল (প্রতি শুক্রবার ০৪.১০.২০২৪ - ২৯.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
০৩৫৭৬ আনন্দবিহার টার্মিনাল - আসানসোল (প্রতি শনিবার    ০৫.১০.২০২৪ - ৩০.১১.২০২৪ পর্যন্ত মোট ৯ ট্রিপ)
03435 মালদা টাউন - আনন্দবিহার টার্মিনাল (প্রতি সোমবার ০৭.১০.২০২৪ - ২৫.১১.২০২৪ পর্যন্ত মোট ৮ ট্রিপ)
03436 আনন্দবিহার টার্মিনাল - মালদা টাউন (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ - ২৬.১১.২০২৪    পর্যন্ত মোট ৮ ট্রিপ)

Advertisement

তাই পূজার ট্রিপের জন্য এখনই টিকিট বুক করুন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement