Advertisement

Bengal Weekly Weather: দক্ষিণবঙ্গে আজই বৃষ্টি, কখন থেকে? স্বস্তির খবর আবহাওয়া দফতরের

৪০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে। তবে এর মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, আজই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে।

RAIN
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2024,
  • अपडेटेड 7:37 PM IST
  • ৪০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে
  • তবে এর মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

৪০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে। তবে এর মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, আজই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, পশ্চিমের একাধিক জেলা যেমন, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে। তবে কখন বৃষ্টি হবে তা নিয়ে আবহাওয়া দফতরের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস দেখে আবহাওয়াবিদদের একাংশের মতে, রাতের দিকে বৃষ্টি হতে পারে। এর ফলে ওই জেলাগুলোর আশপাশে অবস্থিত এলাকাগুলিতে কিছুটা হলেও স্বস্তি মিলবে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী পাঁচদিন তাপমাত্রা বাড়বে না দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রা যেমন আছে তেমনই থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন না হলে আগামী এক সপ্তাহের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেল সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। 

উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে এখনই বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে গরম থাকলেও শুক্রবার থেকে সেখানেও তাপপ্রবাহ বা গরমের কোনও সতর্কতা দেওয়া হয়নি।     
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement