Advertisement

Rajanya Haldar: নাচের ভাইরাল ভিডিওয় কি রাজন্যা ? মুখ খুললেন তৃণমূলের ছাত্র নেত্রী

রাজনৈতিক বিরোধিতার জেরেই এই নাচ ভাইরাল? রাজন্যার জবাব,'এটা যারা ভাইরাল করছে তাদের পাত্তা দিতে চাই না। কে কী বলল, কে কী বলল না, তাতে সত্যিটা ঢেকে যাবে না।'

রাজন্যা হালদার।
শুভঙ্কর মিত্র
  • কলকাতা ,
  • 27 Aug 2023,
  • अपडेटेड 9:05 AM IST
  • ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন রাজন্যা।
  • কী বললেন তৃণমূলের ছাত্র নেত্রী?

আবারও খবরে তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদার। নেট মাধ্যমে ছড়িয়েছে তাঁর একটি ভিডিও। ওই ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে নাচতে দেখা যাচ্ছে রাজন্যাকে। ভিডিওটি কি রাজন্যার? বাংলা ডট আজতক ডট ইন-কে তৃণমূলের ছাত্র নেত্রী জানান,'ভিডিওটি আমার। এটা আমার ব্যক্তিগত জীবনের ভিডিও। নাচের মধ্যে অশ্লীলতা কী আছে, সেটা আমি সত্যিই জানি না!'

রাজনৈতিক বিরোধিতার জেরেই এই নাচ ভাইরাল? রাজন্যার জবাব,'এটা যারা ভাইরাল করছে তাদের পাত্তা দিতে চাই না। কে কী বলল, কে কী বলল না, তাতে সত্যিটা ঢেকে যাবে না। ওরা এখন যে কাণ্ড যাদবপুরে ঘটিয়ে ফেলেছে, সেটা চাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। তাই যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা হেনস্থা করছে।' তিনি যোগ করেছেন,'আমাকে যা খুশি বলুক। কিন্তু ওই ভিডিওয় আমার সঙ্গে বোনও রয়েছে। এত বড় বড় প্রগতিশীলতার কথা বলে, অ্যান্টি ব়্যাগিংয়ের কথা বলে অথচ ভিডিও নিয়ে নোংরা কমেন্ট করছে। আমি রাজনীতির ময়দানে আছি। আমার বোন তো নেই! তাঁকে তো মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। আমার মনে হয় এটা ব়্যাগিং।'

ভাইরাল ভিডিও ছড়ানোর পিছনে বামপন্থীদের যোগ রয়েছে বলে দাবি করেন রাজন্যা। তাঁর মতে,'ওদের কাছ থেকে এর চেয়ে বেশি প্রত্যাশা ছিল না। এরা নিম্নরুচির, নিম্ন মানসিকতার। ব়্যাগিংমুক্তি ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখে তৃণমূল ছাত্র পরিষদ। এটা একদমই বামপন্থীদের আদর্শ বিরুদ্ধ। এটা ভুলে গেলে হবে না, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা রাজনীতি করি। দুটো-তিনটে ভিডিও নিয়ে অশালীন মন্তব্য করে আটকানো যাবে না।' 

ভাইরাল ভিডিওর স্ক্রিনশট।

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে রাজন্যার একটি ছবিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা নিয়ে রাজন্যার প্রতিক্রিয়া,'সবাই জানে আমি এনগেজড। তারপরও এমন একটা ছবি ভাইরাল করা হচ্ছে। আমার প্রোফাইল ঘাঁটা হলে দেখা যাবে ওঁর সঙ্গে আমার ফেসবুকে প্রচুর ছবি আছে। অথচ রাজনৈতিক বন্ধু ও দাদাদের সঙ্গে ছবি দিয়ে হেনস্থা করা হচ্ছে। এসব নিয়ে আমি ভাবিত নই। বড় লড়াইয়ে নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সকাল থেকে কত নোংরা নোংরা মন্তব্য করে এই বিজেপি ও বামপন্থীরা! ওদের থেকে আর কী আশা করা যায়!'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement