Advertisement

'জ্যোতিপ্রিয়কে বাঁচাতে...' সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করে বিস্ফোরক শুভেন্দু

আজ অর্থাত্‍ শুক্রবার X হ্যান্ডেলে শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হোক। অন্যদিকে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, ''হারাধনের দশটি ছেলে, রইলো বাকি....'।

শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক ও মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2023,
  • अपडेटेड 12:58 PM IST

রেশন বণ্টন দুর্নীতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ অর্থাত্‍ শুক্রবার X হ্যান্ডেলে শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হোক। অন্যদিকে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, ''হারাধনের দশটি ছেলে, রইলো বাকি....'। কটাক্ষ করতে ছাড়েননি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও। একটি সংবাদমাধ্যমকে সুজনের প্রতিক্রিয়া,  'মুখ্যমন্ত্রী জানতেন জ্যোতিপ্রিয় গ্রেফতার হবে। কারণ, দিল্লির সব তিনি খবর পান।'

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পরেই এক অবসরপ্রাপ্ত IAS অফিসারের নাম তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শুভেন্দু। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে শুভেন্দুর পোস্ট, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্য ও সরবরাহ বিভাগের দায়িত্বে নিযুক্ত করেননি। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত খাদ্য ও সরবরাহ মন্ত্রী হিসাবে এক দশক ধরে পাহাড়প্রমাণ দুর্নীতিতে জড়িত থাকার পরে, ২০২১ সালে তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির হাত থেকে তাকে বাঁচাতে চেয়েছিলেন জ্যোতিপ্রিয়কে।

যাই হোক, তিনি চেয়েছিলেন, অবৈধভাবে তহবিল সংগ্রহ চালিয়ে যাক জ্যোতিপ্রিয় এবং আয়ের অংশ অভিযুক্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করবেন। তাই একটি উপায় হিসাবে তিনি তাকে পশ্চিমবঙ্গ প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের (ডব্লিউবিইসিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। পশ্চিমবঙ্গে ধান ও অন্যান্য খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি।

শুধু এইটুকুতেই থেমে থাকেননি তিনি। তহবিলের সিফনিং যাতে সুচারুভাবে এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য, তিনি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার A.Subbiah-কে নিয়োগ করেছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিকের সুবিধার্থে ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশনের (ডব্লিউবিইসিএসসি) এমডি হিসেবে ওই অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে নিয়োগ করা হয়।'

শুভেন্দুর আরও অভিযোগ, ১৯৯২ সালের ব্যাচের বেঙ্গল ক্যাডারের আইএএস  A.Subbiah-এর বিরুদ্ধে চেন্নাইয়ে অ্যান্টি কোরাপশন ব্যুরোর একটি ৮ কোটি টাকার দুর্নীতি মামলা রয়েছে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার দাবি, পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত ইচ্ছে ছাড়া ওই অবসরপ্রাপ্ত আইএএস-কে নিয়োগ করা সম্ভব নয়।

Advertisement

রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, 'ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম 'হারাধনের দশটি ছেলে, রইলো বাকি....!! কবিতাটি হঠাৎ মনে পড়লো...! আইনের ঊর্ধ্বে  কেউ না, অন্যায় যারা করেছে শাস্তি তাদের হবেই।'

২০ ঘণ্টার বেশি তল্লাশির পরে বৃহস্পতিবার গভীর রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement