Advertisement

Kolkata Metro: রবিবার মেট্রোরেলে 'মেগা ব্লক', কটা পর্যন্ত বন্ধ থাকবে? জানুন

রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যেকারণে প্রায় রবিবারই ব্লক থাকছে মেট্রো লাইনে। এই রবিবারও সকালে মেগা ব্লক থাকবে। যেকারণে ব্যাহত হবে মেট্রো পরিষেবা। সকালে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো চলবে না। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে একথা ঘোষণা করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jun 2023,
  • अपडेटेड 5:18 PM IST
  • রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
  • যেকারণে প্রায় রবিবারই ব্লক থাকছে মেট্রো লাইনে।
  • এই রবিবারও সকালে মেগা ব্লক থাকবে।

রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যেকারণে প্রায় রবিবারই ব্লক থাকছে মেট্রো লাইনে। এই রবিবারও সকালে মেগা ব্লক থাকবে। যেকারণে ব্যাহত হবে মেট্রো পরিষেবা। সকালে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো চলবে না। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে একথা ঘোষণা করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা।

একদিকে, মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণ, অন্য দিকে, মেগা পাওয়ার ব্লক, যার জেরে চলতি মাসের শুরু থেকে এক মাসেরও বেশি সময় ধরে বিঘ্নিত হচ্ছে শনি ও রবির মেট্রো পরিষেবা। মেট্রোর সময়সূচি না জেনে বাড়ি থেকে বেরোলে ভুগলে হবে পাতালপথে। মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও মেগা পাওয়ার ব্লকের জন্য রবিবার সকালে কয়েক ঘণ্টা পরিষেবা বন্ধ রাখা হবে।

চলতি মাসের ৬ তারিখ থেকে থেকে ব্লু লাইনে যাত্রীদের অসুবিধার জন্য এই রক্ষণাবেক্ষণের কাজটি সপ্তাহান্তে করা হয়েছিল৷ এখন যেহেতু এই রক্ষণাবেক্ষণের কাজ প্রায় শেষের দিকে, তাই শুধুমাত্র রবিবারে এই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনগুলির মধ্যে একটি মেগা পাওয়ার ব্লক নেওয়া হবে৷ ফলে সকাল ১০টা পর্যন্ত মেট্রো বন্ধ থাকবে। 
 
প্রথম পরিষেবা:-
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১০.০০ টায় (সকাল নটার পরিবর্তে) 
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ১০.০০ টায় (সকাল নটার পরিবর্তে)
দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত ১০.০০ টায় (সকাল নটার পরিবর্তে)
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১০.০০ টায় (সকাল নটার পরিবর্তে)
 
শেষ পরিষেবা:-
 রাত ০৯:২৭ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (অপরিবর্তিত)
রাত ৯:২৮ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (অপরিবর্তিত)
রাত ৯:৪০ মিনিট। দমদম থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)
রাত ৯:৪০ মিনিট। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (অপরিবর্তিত)

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement