Advertisement

Republic Day 2023: বুধবার রাত থেকেই কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ, জানুন

বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে শহরের একাধিক জায়গায় যান চলাচল বন্ধ থাকবে। কিছু রাস্তায় আজ, বুধবার রাত থেকেই যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাত থেকেই ময়দানের কাছে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এদিন ট্র্যাফিক (Traffic) সংক্রান্ত একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। কোন রুটে কতক্ষণ গাড়ি চলাচল বন্ধ রাখা হবে, তা উল্লেখ করা হয়েছে।

কলকাতা ট্রাফিক।কলকাতা ট্রাফিক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jan 2023,
  • अपडेटेड 7:22 PM IST
  • বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে শহরের একাধিক জায়গায় যান চলাচল বন্ধ থাকবে।
  • কিছু রাস্তায় আজ, বুধবার রাত থেকেই যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে শহরের একাধিক জায়গায় যান চলাচল বন্ধ থাকবে। কিছু রাস্তায় আজ, বুধবার রাত থেকেই যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাত থেকেই ময়দানের কাছে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এদিন ট্র্যাফিক (Traffic) সংক্রান্ত একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। কোন রুটে কতক্ষণ গাড়ি চলাচল বন্ধ রাখা হবে, তা উল্লেখ করা হয়েছে।

বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত যে সব রাস্তা বন্ধ থাকবে সেগুলি হল- রেড রোড (উত্তর ও দক্ষিণমুখী)। আর ২৬ তারিখ ভোর সাড়ে ৫ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত যে সব রাস্তা বন্ধ থাকবে, সেগুলি হল- হসপিটাল রোড (উত্তরমুখী), খিদিরপুর রোড (উত্তরমুখী), ডাফরিন রোড, কুইনস ওয়ে, এসপ্লানেড রাম্প, গোষ্ঠপাল সরণি, মেয়ো রোড, (পশ্চিমমুখী), মেয়ো রোড (পূর্বমুখী), আর আর অ্যাভিনিউ (পশ্চিমমুখী)।

বিকল্প রাস্তা হিসেবে যে সব রাস্তা ব্যবহার করা যাবে সেগুলি হল, আর আর অ্যাভিনিউ – জেএল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ – কিংস ওয়ে – স্ট্র্যান্ড রোড, জেএল নেহরু রোড, এজেসি বোস রোড, জর্জেস গেট রোড, ক্যাথিড্রাল রোড- জেএল নেহরু রোড, এজেস রাম্প, অকল্যান্ড রোড, গভমেন্ট প্লেস ইস্ট, বেন্টিঙ্ক স্ট্রিট রোড।

আরও পড়ুন

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য বুধবার রাত ১০টা থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করার হবে। সেই সঙ্গে বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ-সহ গাড়ি পার্কিংয়েও কড়াকড়ি করা হয়েছে। বুধবার এই মর্মে সবিস্তার জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়াল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত ১০টা থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। ২৬ জানুয়ারি কুচকাওয়াজ শেষে প্রয়োজনে ওই রাস্তা বন্ধ রাখতে পারে প্রশাসন।

 

Read more!
Advertisement
Advertisement