Advertisement

Mamata Banerjee: হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী? 'ফোঁস' মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা

RG Kar Case: আজ অর্থাত্‍ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, 'গতকাল আমার একটি মন্তব্যকে কিছু প্রিন্ট, টিভি চ্যানেল ও ডিজিটাল মিডিয়া বিকৃত করে প্রচার করছে। আমি স্পষ্ট করতে চাই, আমি ছাত্র ও ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি। আমি সম্পূর্ণ ভাবে ওই আন্দোলনকে সমর্থন করি। ওঁদের আন্দোলন ঠিক। কিছু মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কিন্তু আমি একবারও তাঁদের হুমকি দিইনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।'

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2024,
  • अपडेटेड 1:12 PM IST
  • 'আমি ছাত্র ও ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি'
  • 'BJP নৈরাজ্য তৈরির চেষ্টা করছে'
  • ফোঁস করা মন্তব্যে ব্যাখ্যা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ফোঁস তো করতে পারেন' মন্তব্যকে বারবার নিশানা করছে বিজেপি। বিরোধীদের দাবি, আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন মমতা। বুধবারের সেই মন্তব্যের ব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায় দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কিছু প্রিন্ট, টিভি চ্যানেল ও ডিজিটাল মিডিয়ায় তাঁর মন্তব্যকে বিকৃত করে প্রচার চালানো হচ্ছে। মমতার কথায়, 'ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটি কথাও বলিনি। আমি সম্পূর্ণ সমর্থন করছি এই আন্দোলনকে।'

'আমি ছাত্র ও ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি'

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, 'গতকাল আমার একটি মন্তব্যকে কিছু প্রিন্ট, টিভি চ্যানেল ও ডিজিটাল মিডিয়া বিকৃত করে প্রচার করছে। আমি স্পষ্ট করতে চাই, আমি ছাত্র ও ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি। আমি সম্পূর্ণ ভাবে ওই আন্দোলনকে সমর্থন করি। ওঁদের আন্দোলন ঠিক। কিছু মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কিন্তু আমি একবারও তাঁদের হুমকি দিইনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।'

'BJP নৈরাজ্য তৈরির চেষ্টা করছে'

ছাত্র সমাবেশে মমতার বক্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ করেছে বিজেপি। মমতা এদিন বিজেপি-কে নিশানা করে লিখলেন, 'আমি বিজেপি-র সম্পর্কে বলেছি। আমি ওদের বিরুদ্ধে বলেছি, তার কারণ, কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে আমাদের রাজ্যের গণতন্ত্রকে হুমকি দিচ্ছে বিজেপি। রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে ওরা রাজ্যে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। আমি তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি।'

ফোঁস করা মন্তব্যে ব্যাখ্যা

বস্তুত, ছাত্র সমাবেশে মমতা বলেছিলেন, 'আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম, এদের বিরুদ্ধে কোনও দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন।'

Advertisement

এই মন্তব্যেও ব্যাখ্যা দিয়েছেন মমতা। তাঁর বক্তব্য, 'ফোঁস করা শব্দবন্ধটি আমি গতকাল আমার বক্তব্যে ব্যবহার করেছিলাম। যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। মহান সাধক বলেছিলেন, মাঝেমাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement