Advertisement

RG Kar Protest: আরজি কর ঘটনার এক মাস, আজ শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি, কোথায়-কখন?

সোমবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ৷ আর তার আগের দিন কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদ শুধু কলকাতা, রাজ্য বা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিদেশের মাটিতেও। প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাস পূর্ণ হচ্ছে আজ। গত ১৪ অগস্টের মতো আজও মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এ বার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।

আজ শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2024,
  • अपडेटेड 8:36 AM IST

সোমবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ৷ আর তার আগের দিন কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদ শুধু কলকাতা, রাজ্য বা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিদেশের মাটিতেও। প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাস পূর্ণ হচ্ছে আজ। গত ১৪ অগস্টের মতো আজও মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এ বার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।

গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার জেরে তা পিছিয়ে যায়। এই আবহে সোমবার, ৯ সেপ্টেম্বর সেই শুনানি হবে। আর তার আগেই ডাক্তারদের ডাকে আজ কলকাতায় 'রাজপথে আদালত' বসবে কলকাতায়। সাধারণ আন্দোলনকারী মানুষদের মত নিতেই এই কর্মসূচির ডাক দিয়েছেন চিকিৎসকরা। আজ জেলায় জেলায় সকাল ১০টা থেকে ‘অভয়া ক্লিনিক’-এর আয়োজন করা হবে বলেও জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সেই ‘অভয়া ক্লিনিক’ সংলগ্ন এলাকাতেই ‘আদালত’ বসাচ্ছেন তাঁরা। ‘অভয়া ক্লিনিক’ এবং ‘রাজপথে আদালত’ ছাড়াও আজ মানববন্ধনেরও ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। বিকেল ৫টায় মানববন্ধন হবে বলে জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও, মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে। সুপ্রিম শুনানির দিন ৩০  মিনিটের জন্য রাস্তা দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা । সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সমস্ত কাজ বন্ধ রেখে সকল মানুষকে রাস্তায় বেরিয়ে আসার কথা জানিয়েছেন তাঁরা।

 আজইআরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। বিকেল ৫টায় টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তাঁরা। পথে নামছেন রিকশাচালকেরাও। বিকেল ৪টেয় হেদুয়ায় শুরু হবে মিছিল। যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা-শ্রমিকদের মিছিল’। প্রতিবাদ শুধু কলকাতা, রাজ্য বা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। রবিবার আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী-সহ একাধিক শহরে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। কোনও কোনও জায়গায় মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement