RG Kar Woman Doctor Death Case: আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে সারা দেশে আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (FAIMA) মঙ্গলবার, ১৩ অগাস্ট থেকে দেশব্যাপী প্রতিবাদ এবং OPD এবং বিকল্প পরিষেবাগুলি বন্ধ করার আহ্বান জানিয়েছে। ৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী (পিজিটি) ডাক্তারের যৌন হয়রানি এবং হত্যার পরে এই বিক্ষোভ চলছে।
We Stand with Protesting Doctors all Over India !
We calls Doctor all over nation to Join this Protest from Tomorrow onwards !
We want Justice!#Nirbhaya2.0
Twitter Storm - 11 AM -13/08/2024,,#MedTwitter@ANI @AmitShah @JPNadda @MamataOfficial @WBPolice @PTI_News @aajtak pic.twitter.com/XUPP4vQrnI
FAIMA X-এ পোস্ট করেছে, 'আমরা ভারত জুড়ে প্রতিবাদরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছি! আমরা আজ থেকে সারাদেশের চিকিৎসকদের এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানাই! আমরা বিচার চাই!'
এদিকে, ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে একটি চিঠি লিখে মহিলা ডাক্তারের সঙ্গে নৃশংসতার ঘটনার বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। দোষীদের বিচারের আওতায় আনার জন্য আইএমএ এই ঘটনার সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে। এছাড়াও, অ্যাসোসিয়েশন এমন পরিস্থিতির বিশদ তদন্তের দাবি করেছে। IMA অনুরোধ করেছে যে কর্মক্ষেত্রে ডাক্তারদের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে।
UPDATE:
'আমাদের কেন্দ্রীয় সুরক্ষা চাই,' দাবিতে অনড় FAIMA
বুধবার কর্মবিরতি চালিয়ে যাওয়ার বার্তা দিল চিকিৎসক সংগঠন FAIMA। তারা জানিয়েছে, চিকিৎসকদের দাবি কেন্দ্রীয় সুরক্ষা। সেই দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি চলতে থাকবে।
যদি সঠিক বিচার পাই, তাতে আমাদের মানসিক শান্তি হবে... মেয়ের আত্মা শান্তি পাবে: চিকিৎসকের বাবা
মঙ্গলবার আরজি কর-কান্ডের তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর প্রতিক্রিয়াতে মৃত চিকিৎসকের বাবা বলেন, 'এখন যা হচ্ছে তাতে আমি খুশি নই। হাইকোর্ট সিবিআই-কে দিয়েছে, কিন্তু আমার মেয়ে ফিরে আসবে, এমনটা তো আর কখনই হবে না। এমনটা তো আর হবে না যে, সকালে সে ডিউটিতে যাবে, রাতে আবার ফিরে আসবে। এমন কোনও সম্ভাবনাই নেই।'
এরপর তিনি বলেন, 'তবে আমরা যদি কিছু ভাল বিচার পাই এবং আমরা যদি সঠিক বিচার পাই, তাতে আমাদের মানসিক শান্তি হবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে।'
আগামিকাল, বুধবার রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক
আগামিকাল সকাল আটটা থেকে বিকেল ৪টে পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালে OPD বন্ধের ডাক চিকিৎসকদের। রাজ্যের সিনিয়র ডাক্তারদের সংগঠন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সরকার যেভাবে তা আড়াল করার চেষ্টা করেছে তার নিন্দা জানাই: জেপি নাড্ডা
আরজি করের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, 'পশ্চিমবঙ্গের তরুণী পিজি ছাত্রীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা সত্যিই হৃদয়বিদারক। এটি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। যে ধরনের অমানবিক ঘটনা ঘটেছে এবং সরকার যেভাবে তা আড়াল করার চেষ্টা করেছে, তার নিন্দার শেষ নেই। আইনশৃঙ্খলার মতো বিষয়, অনাচার চরমে এবং দুঃখের বিষয় হল পশ্চিমবঙ্গে নারীদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই সব ঘটছে, এটা আরও উদ্বেগজনক। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করেছে, আমি তার তীব্র নিন্দা জানাই। আমি সিবিআই তদন্তের জন্য হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি নিশ্চিত যে সিবিআই-এর দায়িত্বে তদন্ত হবে। সত্যিটা বেরিয়ে আসবে।'
তিনি বলেন, 'চিকিৎসক সংগঠনের অনেক প্রতিনিধি দল গত ২দিনে আমাদের সঙ্গে দেখা করেছে, আমি সবাইকে আশ্বস্ত করেছি যে কেন্দ্রীয় সরকার এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'
আরজি কর হাসপাতালের সেমিনার হল ভাঙা হচ্ছে বলে অভিযোগ, SFI-DYFI-এর বিক্ষোভ
প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বলে দাবি SFI, DYFI কর্মী সমর্থকদের। বিল্ডিংয়ের প্রবেশের অংশে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাঁদের অভিযোগ, PwD হঠাৎ করে সেমিনার হল ভাঙার কাজ শুরু করেছে। বিল্ডিংয়ের গেটের ভিতরে ঢোকেন বাম কর্মী-সমর্থকরা। রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়ও। পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়ান বাম কর্মীরা।
জানা গিয়েছে, আসলে সেমিনার হলের বিপরীতে মেরামতের কাজ চলছিল। সেটা দেখেই বিক্ষোভ শুরু করেন বাম কর্মীরা। আন্দোলনকারী চিকিত্সকরা জায়গাটি দেখে যান। তাঁরা জানিয়েছেন, ক্রাইম সিন স্পর্শ করা হয়নি। যদিও মেরামতের কাজ বন্ধ রাখা হয়েছে।
আর জি করে অপর্ণা সেন
অপর্ণা সেন বললেন, "এখানে এসেছি কলকাতার নাগরিক হিসেবে। আমার মনে হয়েছে প্রতিবাদ করাটা উচিত। প্রতিবাদ জানাতে এখানে এসেছি। ছাত্ররা যে দাবি করছেন, তাতে সমর্থন জানাতে এসেছি। ছাত্রেরা যে দাবি করেছেন আমি তার সঙ্গে ১০০ শতাংশ এক মত। কলকাতার নাগরিক হিসেবে আমি লজ্জিত। রাজ্য সরকার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিক, যাতে সমস্ত মেয়েরা সুরক্ষিত অবস্থায় কাজ করতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব, খুঁজে বের করা হলে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেন নগ্ন অবস্থায় দেখেও তক্ষুণি আত্মহত্যার কথা বলল? কেন পুলিশ তক্ষুণি এত ব্যস্ত হয়ে উঠল পোস্ট মর্টেম করার জন্য?" প্রশ্ন তোলেন তিনি।
আরজি করে বুদ্ধিজীবীরা আসতেই তুমুল বিশৃঙ্খলা
আরজি করে অপর্ণা সেন-সহ বুদ্ধিজীবীরা পৌঁছাতেই তুমুল বিশৃঙ্খলা। অন্যদিকে সেখানে সিপিএম-এর তরফে আগত একদল বিক্ষোভকারী তাঁকে প্রবেশে বাধা দিলেন। 'এত দেরিতে এলেন কেন?' প্রশ্ন তুললেন তাঁরা।
আমি এই তদন্তের আসল মাথা পর্যন্ত যেতে চাই: শুভেন্দু
আরজি কর কাণ্ডে সিবিআই ঘোষণার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে যাতে প্রকৃত নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত না হয় তার চেষ্টা হয়েছে। সে কারণে তারা আসেন। আমার পিটিশনে বক্তব্য ছিল শীঘ্রই সিবিআই দেওয়া হোক। আমি এই তদন্তের আসল মাথা পর্যন্ত যেতে চাই। কোর্ট স্টুডেন্টদের ডিমান্ড ফুলফিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি জানালে ওইদিনই যেতেন। ওই পরিবারকে ঘিরে বসেছিল নির্মল ঘোষ, সৌগত রায়, বিনীত গোয়েলরা। আল্টিমেটলি পরিবার যেতে পেরেছে। আমাদের পিটিশনে যা পয়েন্ট ছিল যাতে সিবিআইও এই কোর্টে শিথিলতা না আনতে পারে সেই নজরদারি হাইকোর্ট করছে। সিবিআই তাড়াতাড়ি প্রেস করুক যাতে আর কোনও প্রমাণ নষ্ট করতে না পারে। স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এসপি দাস, ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দফতর চালান। এসপি দাসের ক্লোজ সন্দীপ ঘোষ। তাই তিনি যা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ বন্ধ করবে। আমি প্রথমে নাগরিক, তারপর রাজনৈতিক, বিরোধী দলনেতা। যে মাতৃশক্তি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, এরকম একটা ছোট্ট বোনের সঙ্গে এটা করা যায় না। যারা ধ্বংস করেছেন, তারাও ধ্বংস হবেন।"
আরজি কর মেডিকেলে চিকিৎসক নির্যাতন-খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
কলকাতা পুলিশের হাত থেকে আর জি কর মামলার তদন্তভার গেল CBI-এর হাতে। পুলিশ-হাসপাতালের
ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। আর সেই কারণেই CBI তদন্তের নির্দেশ দিল আদালত।
স্বাধীনতা দিবসের পতাকা তুলুন, তারপর পদত্যাগ পত্র জমা দিন: শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বলেন, "অন রেকর্ড সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে। এটি একটি জঘন্য ক্রাইম। আমার প্রথম ডিমান্ড সিবিআই ইনভেসটিগেশন হোক। ওয়ান পয়েন্ট প্রোগ্রামে আমরা ধরনা দেব। আপনি থামাতে পারবেন না। আপনি স্বাধীনতা দিবসের পতাকা তুলুন, তারপর গভর্নরের কাছে পদত্যাগ পত্র জমা দিন।"
আরজি করকাণ্ডে কেস ডায়েরি পেশ আদালতে
আরজি করের ঘটনায় আদালতে কেস ডায়েরি পেশ করল পুলিশ।
আরজি করকাণ্ডে তৎপর জাতীয় মানবাধিকার কমিশন
আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিল জাতীয় মানবাধিকার কমিশন। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে নোটিস পাঠাল কমিশন।
আরজি করে যা ঘটেছে, তা নিন্দনীয়: স্বাস্থ্যসচিব
আরজি করের ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, 'আরজি করে যা ঘটেছে, তা নিন্দনীয়।সিট গঠন করা হয়েছে। তদন্ত চলছে। ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কঠোরতম শাস্তি দেওয়া হবে। নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন।' অন্য দিকে, চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের জন্য আবদেন করলেন স্বাস্থ্যসচিব।
আরজি করকাণ্ডে হাইকোর্টে নির্যাতিতার বাবা-মা
আরজি করকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা, জানালেন কৌস্তভ বাগচী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।
আরজি করে জাতীয় মহিলা কমিশন
আরজি কর হাসপাতালে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁরা বলেন, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।
সন্দীপ ঘোষের নতুন নিয়োগপত্র তলব
সন্দীপ ঘোষের নতুন নিয়োগপত্র এবার তলব করল কলকাতা হাইকোর্ট। ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পদে নিযুক্ত সন্দীপ ঘোষকে অবিলম্বে ছুটি নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সন্দীপ ঘোষকে ছুটির নির্দেশ
ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পদে নিযুক্ত সন্দীপ ঘোষকে অবিলম্বে ছুটি নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ, সন্দীপ ঘোষ নিজে ছুটি না নিলে, তাঁকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেবে হাইকোর্ট।
আরজি কর মামলার কেস ডায়েরি তলব হাইকোর্টের
আরজি কর মামলার কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতি। অন্যদিকে ঘটনার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করল বিজেপি ও বামেরা।
অমিত মালব্যর নিশানায় তৃণমূল
ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ থামাতে আজ গিয়েছিলেন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা ও মন্ত্রী জাভেদ খান। তীব্র বিক্ষোভের মুখে পড়লেন দুজনেই। ঘটনাকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য।
ন্যাশনাল মেডিক্যালে স্বর্ণকমল
জাভেদ খানকে সঙ্গে নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রধান স্বর্ণকমল সাহা। স্বর্ণকমলকে দেখেই বিক্ষুব্ধ জুনিয়ার ডাক্তাররা বললেন, 'আমরা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে আরজি কর বানাতে দেব না আপনাদের। ন্যাশনাল মেডিক্যাল কলেজ ডাম্পিং গ্রাউন্ড নয়।'
ন্যাশনাল মেডিক্যাল কলেজে সন্দীপ ঘোষকে ঘিরে তীব্র বিক্ষোভ
ন্যাশনাল মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু বিতর্কিত সন্দীপ ঘোষের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে বসলেন জুনিয়ার ডাক্তাররা।
অধ্যক্ষের ঘরের মূল গেটে তালা ন্যাশনাল মেডিক্যাল কলেজে
আর জি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে ইস্তফার পরেই সন্দীপ ঘোষকে পাঠানো হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। কিন্তু সেখানেও প্রবল বিক্ষোভের মুখে তিনি। ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষের ঘরের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলকারী জুনিয়ার ডাক্তাররা।
আপনি সব ধুয়ে মুছে পরিষ্কার করে যদি সিবিআই-কে দেন: সুকান্ত মজুমদার
আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের তদন্ত করছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবিবার পর্যন্ত যদি পুলিশ এই মামলার কিনারা করতে না পারে, তাহলে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে তদন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'আপনি সব ধুয়ে মুছে পরিষ্কার করে যদি সিবিআই-কে দেন, সিবিআই কী করবে? এই ধরনের রেপ অ্যান্ড মার্ডার কেসের সারকামস্টেন্সেস এভিডেন্স খুব গুরুত্বপূর্ণ। দশ দিন, পনেরো দিন পরে পুলিশের কাছ থেকে সিবিআইকে তদন্ত দিয়ে কী হবে?'
এ পর্যন্ত কী হয়েছে এই মামলায়?
শুক্রবার হাসপাতালের সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের দেহ পাওয়া যাওয়ার পর কলকাতায় তোলপাড় চলছে। বৃহস্পতিবার রাতে সরকারি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত একজন ৩১ বছর বয়সী স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে যৌন হয়রানি ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আধিকারিকরা চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর অর্ধ-নগ্ন দেহ উদ্ধার করেছে, যাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ক্রমবর্ধমান জনতার ক্ষোভের মধ্যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রবিবারের মধ্যে যদি পুলিশ মামলাটি সমাধান না করে তবে তিনি মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করবেন।
অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিষয়টি সমাধানের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে জোর দিয়েছেন। তারা বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের মৃত্যুদণ্ড, নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং হাসপাতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।
সিবিআই-এর কাছে তদন্ত হস্তান্তরের দাবিতে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবগনামের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ এই পিআইএলগুলির শুনানি করবে।
পোস্টমর্টেম রিপোর্টে কী আছে?
রিপোর্টে হত্যা, মৃত্যুর প্রকৃতি এবং যৌন অনুপ্রবেশ সম্পর্কে কথা বলা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। তার আগে তাকে ধর্ষণ করা হয়। অভিযুক্তরা তাকে দুবার শ্বাসরোধ করে হত্যা করেছে। ভোর ৩টা থেকে ৫টার মধ্যে তার মৃত্যু হয়।
মদ খেয়ে অশ্লীল ছবি দেখার নেশা ছিল অভিযুক্তের
অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে যে অভিযুক্ত অপরাধী সঞ্জয় রায় মদ্যপান করার সময় অশ্লীল ছবি দেখার আসক্ত ছিল। ঘটনার রাতে তিনি বেশ কয়েকবার হাসপাতালের ভেতরে এসেছিলেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ, পরিস্থিতিগত প্রমাণ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অনেক চাঞ্চল্যকর বিষয় বেরিয়ে এসেছে। পুলিশি জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে এই পুরো মামলার টাইমলাইন প্রকাশ পেয়েছে।