আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। আগামী ১ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হতে পারে। সুপ্রিম কোর্টে জানাল সিবিআই। আজ সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলা ওঠে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একথা জানায়।
এদিন নতুন স্ট্যাটাস রিপোর্ট দাখিল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চকে জানান, সোম থেকে বৃহস্পতিবার সিবিআই-এর বিশেষ আদালতে প্রতিদিন এই মামলার শুনানি চলছে। এখনও পর্যন্ত ৪৩ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়েছে। ৮১ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। বিচার প্রক্রিয়ার এই অগ্রগতি শুনে সন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত।
তুষার মেহতা সুপ্রিম কোর্টকে আরও জানান, আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তার তদন্ত চলছে পৃথকভাবে। সেই মামলায় একটা চার্জশিটও পেশ করা হয়েছে। তবে অভিযুক্তরা সরকারি কর্মী হওয়ায় এই মামলায় বিচারের জন্য রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষা করতে হচ্ছে।
ভুক্তভোগীর বাবা-মায়ের পক্ষে অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার জানান, সিবিআই ধর্ষণ-খুনের মামলায় একটি অতিরিক্ত চার্জশিট জমা করবে।
এদিনের শুনানিতে শীর্ষ আদালত জাতীয় টাস্ক ফোর্সের বিষয়টিও উল্লেখ করে। জানানো হয়, চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর জন্য যে স্পেশাল টাস্ক ফোর্স গড়া হয়েছিল তার স্টেটাস রিপোর্টও জমা করা হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে এই টাক্স ফোর্সকে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ।