'অনেকে ভাবছে, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে,' আরজি কর নিয়ে রাজনীতির অভিযোগ তুলে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি ক্ষমতায় মায়া করি না।'
এদিন বেহালায় মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, 'আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেকে ভাবছেন, বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না।'
উল্লেখ্য, বাংলাদেশে আন্দোলনের মূলভাগে ছিলেন ছাত্ররা। সংরক্ষণ ইস্যুতে আন্দোলনের সূত্রপাত হয়। সময়ের সঙ্গে স্ফুলিঙ্গ পরিণত হয় দাবানলে। দেশজুড়ে আন্দোলন তীব্র হিংসাত্মক রূপ নেয়। পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।
এদিকে আরজি করের ঘটনার পর আন্দোলনের অগ্রভাগেও সেই ছাত্ররাই রয়েছেন। হাসপাতালে সুরক্ষা ও নির্যাতন-খুনে জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের আন্দোলনে যোগ দিয়েছেন নার্স, সিনিয়র চিকিৎসক এমনকি সমাজে বিভিন্ন স্থানের, পেশার মানুষরাও। এমনই প্রেক্ষাপটে অনেকেই এটিকে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।
এদিন আন্দোলন প্রসঙ্গে মমতা বলেন, 'রাজনৈতিক দল এটা পরিকল্পিত ভাবে করছে। ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না, মমতার সরতে আসলে এক সেকেন্ড লাগে। ঠিক যে ভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করব না। দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনও রাজনৈতিক দলের কাছে নয়।'