Advertisement

তেজেন্দ্র নারায়ণের বাড়িতে ভাগবত, বিজেপি-আরএসএসের টার্গেট বিদ্বজ্জন?

বিশিষ্ঠ সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের (Tejendra Narayan Majumder) সঙ্গে দেখা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। রবিবার দক্ষিণ কলকাতায় শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন আরএসএস প্রধান। এদিন প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট শিল্পী তেজেন্দ্র নারায়ণের বাড়িতে ছিলেন মোহন ভাগবত। এই বিষয়ে শিল্পী জানিয়েছেন, "শাস্ত্রীয় সঙ্গীতের ওপরে বিপুল জ্ঞান রয়েছে মোহন ভাগবতের। অনেকক্ষণ শাস্ত্রীয় সঙ্গীত শুনেছেন তিনি।" তাঁদের মধ্যে এই বিষয়ে অনেক কথা হয়েছে বলেও জানান তেজেন্দ্র নারায়ণ। পাশাপাশি এদিন বাঙালি খাবারেই অতিথি আপ্যায়ন করা হয়েছে বলেও জানান সরোদ শিল্পী। 

মোহন ভাগবত
তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 13 Dec 2020,
  • अपडेटेड 9:19 PM IST
  • তেজেন্দ্র নারায়ণের সঙ্গে সাক্ষাত মোহন ভাগবতের
  • শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত
  • বাঙালি খাবারে আপ্যায়ন করা হল আরএসএস প্রধানকে

বিশিষ্ঠ সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের (Tejendra Narayan Majumder) সঙ্গে দেখা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। রবিবার দক্ষিণ কলকাতায় শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন আরএসএস প্রধান। এদিন প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট শিল্পী তেজেন্দ্র নারায়ণের বাড়িতে ছিলেন মোহন ভাগবত। এই বিষয়ে শিল্পী জানিয়েছেন, "শাস্ত্রীয় সঙ্গীতের ওপরে বিপুল জ্ঞান রয়েছে মোহন ভাগবতের। অনেকক্ষণ শাস্ত্রীয় সঙ্গীত শুনেছেন তিনি।" তাঁদের মধ্যে এই বিষয়ে অনেক কথা হয়েছে বলেও জানান তেজেন্দ্র নারায়ণ। পাশাপাশি এদিন বাঙালি খাবারেই অতিথি আপ্যায়ন করা হয়েছে বলেও জানান সরোদ শিল্পী। 

প্রসঙ্গত গত মাসে রাজ্যে এসে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘক্ষণ তাঁর ছাত্রছাত্রীদের গান শোনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সাক্ষাতের বিষয়ে অজয়বাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "আমি একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীতের বাইরে অন্যকিছু আমার জানা নেই। অতীতে আবদুল কালামও আমার বাড়িতে এসেছিলেন। এখন উনি এলেন"। 

যদিও অমিত শাহ ও মোহন ভাগবত মূলত সঙ্গীত শুনতেই এসেছিলেন বলে দুই শিল্পী দাবি করলেও এর মধ্যে অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ লোকসভা ভোটের আগে 'সম্পর্ক ফর সমর্থন' কর্মসূচিতে মাধুরী দীক্ষিত, সলমন খান, কপিল দেবের মত ব্যক্তিত্বের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতারা। এমনকি বাংলাতেও একসময় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা রাহুল সিনহা। সেক্ষেত্রে এবারেও বিজেপি বা আরএসএস নেতাদের তেমনই কোনও ভাবনা চিন্তা রয়েছে কি না, এখন সেই  প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement