Advertisement

SandeshKhali LIVE Updates: সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ হাইকোর্টের

সন্দেশখালিকাণ্ডে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। সোমবার সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বাকি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ। তার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি।

sandeshkhali
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2024,
  • अपडेटेड 4:24 PM IST
  • সন্দেশখালি নিয়ে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ
  • সন্দেশখালির লেটেস্ট আপডেট

সন্দেশখালিকাণ্ডে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। সোমবার সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বাকি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ। তার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। এরইমধ্যে আজ মঙ্গলবার  বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান। 

  • আরও বেশি সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে সন্দেশখালিতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। 
  • সন্দেশখালির ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের। বিচারপতি জানান, সন্দেশখালির কোন কোন এলাকা স্পর্শকাতর তা চিহ্নিত করতে হবে। 
  • SP অফিসে যেতে বাধা সুকান্ত মজুমদারকে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পথেই বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বিজেপি নেতাদের। 
  • সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে, গোটা ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব
  • ট্রেনে করে সন্দেশখালির পথে সুকান্ত মজুমদার। 
  • সিপিএম-BJP-র পর কংগ্রেসকেও সন্দেশখালি যেতে বাধা 
  • সন্দেশখালিতে ৩০ জনের টিম যাবে, জানালেন সুকান্ত মজুমজার। 
  • সন্দেশখালিতে ২ ডিআইডি পদমর্যাদার অফিসার সহ-১০ সদস্যের স্পেশাল টিম। সেখানকার মহিলাদের সঙ্গে কথা। 
  • সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি।  সোমবার সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বাকি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ।
  • আজ মঙ্গলবার  বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান। তার আগে জারি ১৪৪ ধারা। 
  • সন্দেশখালিকাণ্ডে অবশেষে নীরবতা ভাঙলেন এলাকার সাংসদ নুসরত জাহান। মঙ্গলবার বসিরহাটের সাংসদ বলেছেন, 'এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আগুন নেভানো আমাদের কাজ। আগুনে ঘি ঢালা নয়।'
  • সন্দেশখালির ঘটনায় বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। 
  • তাঁর কথায়, 'এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। অথচ তিনি রাজ্যের মহিলাদের কোনও নিরাপত্তা দিতে পারছেন না। আমরা চাইব জাতীয় মহিলা কমিশ এবং জাতীয় মানবাধিকার কমিশন আসুন। গোটা ঘটনা তদন্ত করে দেখা উচিত। অপরাধীরা যেন কোনও ভাবেই ছাড়া না পায়।'

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement