Advertisement

কবি-মৃত্যুর ৮ দিনের মধ্যেই প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমাও

গত ২১ এপ্রিলের সকালটা ছিল বাঙালির কাছে বড় বেদনাময়। করোনা সেদিন আমাদের থেকে কেড়ে নিয়েছিল প্রিয় কবিকে। ৮৯ বছর বয়সে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। এর ঠিক গুনে গুনে ৮ দিন। নিজের বাসভবনে এবার প্রয়াত হলেন কবির স্ত্রী প্রতিমা ঘোষ। কারণ সেই করোনাভাইরাস।

নিজ বাসভবনেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রতিমাদেবী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2021,
  • अपडेटेड 11:18 AM IST
  • গত ২১ এপ্রিল প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ
  • তার ৮ দিনের মধ্যে প্রয়াত হলেন কবির স্ত্রীও
  • নিজ বাসভবনেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রতিমাদেবী

গত ২১ এপ্রিলের সকালটা ছিল বাঙালির কাছে বড় বেদনাময়। করোনা সেদিন আমাদের থেকে কেড়ে নিয়েছিল প্রিয় কবিকে। ৮৯ বছর বয়সে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। এর ঠিক গুনে গুনে ৮ দিন। নিজের বাসভবনে এবার প্রয়াত হলেন কবির স্ত্রী প্রতিমা ঘোষ। কারণ সেই করোনাভাইরাস।

বেশ কিছুদিন সর্দি-কাশিতে ভোগার পর গত ১৪ এপ্রিল শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এছাড়াও নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বাঙালির প্রিয় কবি। বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে কবির সঙ্গে স্ত্রী প্রতিমাদেবীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। জানা যাচ্ছে, বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি। বৃহস্পতিবার ভোরে নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর।

 ৬৫ বছরের দাম্পত্য জীবনে একসঙ্গে কাটিয়েছিলেন শঙ্খবাবু এবং প্রতিমাদেবী। জানা যায়,  জলপাইগুড়ির মেয়ে ছিলেন প্রতিমা ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। সেখানেই  কবির সঙ্গে তাঁর আলাপ। প্রতিমাদেবী বিদ্যাসাগর মর্নিং কলেজের  অধ্যাপিকাও ছিবেন। সেইসঙ্গে অসংখ্য বইও লিখেছিলেন। 

জানা যাচ্ছে শঙ্খ ঘোষের পরিবারে এখন অনেকেই করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে। কিন্তু নবতিপর প্রতিমাদেবী হাসপাতালে ভর্তি হতে রাজি ছিলেন না। শেষপর্যন্ত বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। করোনা আলাদা করেছিল দু'জনকে। আবার জীবনের ওপারে করোনাই একসপ্তাহ পার করে মিলিয়ে দিল শঙ্খ ও প্রতিমা ঘোষকে। এযেন এক অদ্ভূত সমাপতন।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement