দেশে এমন কোনও রাজনৈতিক দল নেই, যেখানে চোর নেই। এবং রাজনৈতিক দলে চোর থাকা নতুন কিছু নয়, এমনটাই মনে করেন তৃণমূলের প্রবীণ বিধায়ক এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রবিবার, সোদপুরের এক সভায় বললেন, ‘আমাদের দলেও চোর আছে তো। চোর সব দলে আছে।’
শনিবার উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খড়দহের বিধায়ক শোভনদেব। সেখানে তৃণমূলের প্রবীণ নেতার বক্তব্য, ‘যে দল বলবে তার দলে চোর নেই, তাদের পার্টি অফিসে আমি ঝাঁট দেব।’
পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ওই অনুষ্ঠানে শোভনদেবের কথায় উঠে আসে পার্থ প্রসঙ্গও। প্রাক্তন মন্ত্রীর সমালোচনায় বিধায়ক শোভনদেব বলেন, ‘পার্থ অন্যায় করেছেন। তার শাস্তি তিনি পাবেন। এখানে দল তাঁর পাশে দাঁড়াবে না। পার্থকে আমি হাতে ধরে রাজনীতিতে নিয়ে এসেছি। পার্থের এই দুর্নীতির ঘটনায় আমি দুঃখিত এবং মর্মাহত।’
তবে এই প্রথম নয়, চলতি মাসের গোঁড়ার দিকেও সব দলে চোর তত্ত্বের কথা শুনিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘সব দলেই চোর-জোচ্চর থাকে’। এদিনের মতো একই কথা বলেছিলেন, ‘কোনও দল যদি দাবি করে যে তাদের দলে কোনও খারাপ লোক নেই তাহলে আমি সেই দলের হয়ে চাকরবৃত্তি করব।’ উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে কথাগুলো বলেছিলেন বর্ষীয়ান রাজনীতিক।
তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর মুখ থেকে এই ধরনের মন্তব্যে রাজ্য রাজনীতিতে জোরদার চর্চা শুরু হয়েছে। দুর্নীতি ইস্যুতে এর আগেও শোভনদেব চট্টোপাধ্যায় তাঁরই দল নিয়ে কয়েকটি মন্তব্য করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন। এবার আরও একবার দুর্নীতি ইস্যুতে বলতে গিয়ে বোমা ফাটালেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, লোকে বলছে আমাদের দলে চোর আছে। আছে তো। আমি তো সেই দল খুঁজছি, যে দলে একটাও চোর নেই। যে দলে চোর নেই সেই দলের পার্টি অফিসে ঝাঁট দিতেও পারি।
আরও পড়ুন-৮ জানুয়ারি কলেজেগুলিতে নিয়োগের পরীক্ষা, জেনে নিন খুঁটিনাটি