Advertisement

SLST Job Aspirants: হাতে সুপারিশপত্র, আটকে নিয়োগ! মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডেপুটেশন জমা দেওয়া নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চাকরিপ্রার্থীদের বক্তব্য, আইনি জটিলতায় তাঁদের নিয়োগ আটকে রয়েছে। দ্রুত মামলার নিস্পত্তির জন্য রাজ্য হলফনামা দিক।

Mamata Banerjee
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Feb 2024,
  • अपडेटेड 2:39 PM IST
  • চাকরিপ্রার্থীদের দাবি, সুপারিশ পত্র পেলেও নিয়োগপত্র পাননি তাঁরা।
  • কারণ স্থগিতাদেশ রয়েছে আদলতের।

সুপারিশপত্র হাতে। অথচ এখনও হাতে পাননি নিয়োগপত্র। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁর বাড়ির সামনে জড়ো হলেন এসএলএসটি (SLST)চাকরিপ্রার্থীরা। রবিবার তাঁদের আটকে থাকা নিয়োগের বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়েছিল। এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসু,অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছেও দরবার করেছিলেন শরীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা। 

চাকরিপ্রার্থীদের দাবি, সুপারিশ পত্র পেলেও নিয়োগপত্র পাননি তাঁরা। কারণ স্থগিতাদেশ রয়েছে আদলতের। সেজন্য নিয়োগ হচ্ছে না। দ্রুত এই বিষয়টি যাতে দেখা হয় সেই আবেদন নিয়ে মমতার বাড়ির সামনে হাজির হন। এ দিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা দিয়ে পৌঁছন তাঁরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি তাঁদের। পুলিশ আধিকারিকদের হাতে স্মারকলিপি জমা দেন চাকরিপ্রার্থীরা। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডেপুটেশন জমা দেওয়া নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চাকরিপ্রার্থীদের বক্তব্য, আইনি জটিলতায় তাঁদের নিয়োগ আটকে রয়েছে। দ্রুত মামলার নিস্পত্তির জন্য রাজ্য হলফনামা দিক। দ্রুত হলফনামা যাতে রাজ্য সরকার দেয় সেজন্য ডেপুটেশন জমা দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

এক চাকরি প্রার্থীর কথায়,'গত ১৫ মাস ধরে একটা মিথ্যা মামলার জন্য আমাদের নিয়োগে জট তৈরি হয়েছে। আমরা চাই এর নিষ্পত্তি হোক। আমাদের কাউন্সেলিংও হয়ে গিয়েছে। এবার চাই দ্রুত নিয়োগ। তাই ডেপুটেশন জমা দিলাম। মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনা করুন।'

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement