Advertisement

Snakebite Workshop At New Town: আচমকা সাপ দেখলে কী করবেন? নিউটাউনে ছোবলে মৃত্যু রুখতে কর্মশালা শুরু বন দফতরের

একের পর এক সর্পাঘাতের ঘটনায় মৃত্যু হচ্ছে নিউটাউনে। একাধিক উদ্যোগ নিয়েও সাপের উৎপাত কমানো সম্ভব হচ্ছে না। তাই সাপের হাত থেকে বাঁচতে এবার বন দফতর বিশেষ কর্মশালার আয়োজন করল নিউটাউনে। বন দফতরের আধিকারিকদের একটি দল এবং সাপ বিশেষজ্ঞরা ইউনিওয়ার্ল্ড সিটি হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের সাপের কামড় সম্পর্কে সচেতন করার জন্য একটি কর্মশালা করে। সেখানে শেখানো হয়েছে, আবাসনে সাপ দেখা গেলে কী করতে হবে। 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jul 2023,
  • अपडेटेड 2:38 PM IST
  • একের পর এক সর্পাঘাতের ঘটনায় মৃত্যু হচ্ছে নিউটাউনে।
  • একাধিক উদ্যোগ নিয়েও সাপের উৎপাত কমানো সম্ভব হচ্ছে না।
  • তাই সাপের হাত থেকে বাঁচতে এবার বন দফতর বিশেষ কর্মশালার আয়োজন করল নিউটাউনে।

একের পর এক সর্পাঘাতের ঘটনায় মৃত্যু হচ্ছে নিউটাউনে। একাধিক উদ্যোগ নিয়েও সাপের উৎপাত কমানো সম্ভব হচ্ছে না। তাই সাপের হাত থেকে বাঁচতে এবার বন দফতর বিশেষ কর্মশালার আয়োজন করল নিউটাউনে। বন দফতরের আধিকারিকদের একটি দল এবং সাপ বিশেষজ্ঞরা ইউনিওয়ার্ল্ড সিটি হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের সাপের কামড় সম্পর্কে সচেতন করার জন্য একটি কর্মশালা করে। সেখানে শেখানো হয়েছে, আবাসনে সাপ দেখা গেলে কী করতে হবে। 

ইউনিওয়ার্ল্ড সিটি ইন অ্যাকশন এরিয়া ৩ হল নিউ টাউনের বৃহত্তম হাউজিং কমপ্লেক্সগুলির মধ্যে একটি। যেখানে ৫২টি টাওয়ার এবং প্রায় ৩ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে। বর্ষা শুরুর পর থেকেই এখানে নিয়মিত সাপ দেখা যাচ্ছে। ৩০০ জন হাউসকিপিং স্টাফ এবং সিকিউরিটি গার্ড ছাড়াও কমপ্লেক্সে দুটি প্রশিক্ষিত সাপ ধরার কর্মী রয়েছে। বন দফতরের বিশেষজ্ঞরা সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক চিকিত্সার কৌশল এবং করণীয় এবং কী করবেন না, তা হাতেকলমে শেখান শনিবার।

প্রাথমিক চিকিৎসা
ক্ষতের কাছাকাছি ধাতব জিনিস যেমন চুড়ি, আংটি বা ব্রেসলেটগুলিকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে, কারণ কামড়ের আশেপাশের জায়গা অল্প সময়ের মধ্যেই ফুলে যায়। বলা হয়, সাপে কামড়ালে সেই সময়টা অবশ্যই লিখে রাখা উচিত। তাহলে চিকিৎসায় সুবিধা হয়। এর পরে, সাপের কামড়ের শিকারকে অবশ্যই নিকটতম স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে যেখানে অ্যান্টি-ভেনম রয়েছে। বেশিরভাগ সরকারী হাসপাতাল অ্যান্টি-ভেনম মজুদ করে। নিউটাউনে নিজেই তিনটি শহুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেখানে অ্যান্টি-ভেনম শিশি এবং সাপের কামড়ের শিকারদের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য ওষুধ পাওয়া যায়।

সল্টলেকের বৈশাখীতে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সুবিধার রেঞ্জ অফিস সূত্র জানিয়েছে, নিউ টউন থেকে প্রায়ই সাপ ধরার জন্য তাদের কাছে ফোন যায়। তাই একমাত্র উপায় হল আতঙ্কিত না হওয়া এবং নিশ্চিত করা যে ক্ষতটিতে কোনও ঠান্ডা বা গরম না লাগে। কখনই ক্ষতে হাত দেওয়া উচিত নয়। এবং সিনেমার মতো বিষ চুষে বের করার চেষ্টা করাও বৃথা। কোনও ফল হবে না। কোন অবস্থাতেই, সাপে কাটা রোগীকে কোনও প্রকার তরল খাওয়ানো উচিত নয়।

Advertisement

আবাসনের বাসিন্দাদের একটি ছোট পকেট টর্চ হাতে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।  বন দফতরের এক অফিসার জানিয়েছেন, বেশ কয়েকটি কর্মশালার মধ্যে এটিই প্রথম। এবং নিউটাউনে আরও অনেকগুলি এরকম কর্মশালা হবে।

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement