গতকাল রাতে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে নৈশভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে জল্পনা কম হয়নি। তবে সেই নৈশভোজের পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিন ইএম বাইপাশে এক অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন সৌরভ। সেখানে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব কাছের মানুষ। ফিরহাদ হাকিমের কাছে যে কোনও মানুষ গেলে উপকার পান। আমি যদিও মাঝে মাঝে বেশি বিরক্ত করে ফেলি। আমার বাড়ির সঙ্গে ওঁর অনেকদিনের সম্পর্ক। সেই ছোটোবেলা থেকে দেখছি।'
যদিও অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি জানি না সৌরভ রাজনীতিতে আসবেন কিনা। যদি আসেন তাহলে মানুষের জন্য ভালো কাজ করবেন। আসবেন কিনা আমি বলতে পারি না। তবে যদি রাজনীতিতে আসেন তাহলে মানুষের জন্য খুব কাজ করবেন। এমনিতেও করেন। তবে গতকাল কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।'
আরও পড়ুন : Sourav Ganguly Amit Shah Dona Ganguly : 'রাজনীতিতে এলে ভালোই করবেন সৌরভ', জল্পনা উস্কে দিলেন ডোনা
প্রসঙ্গত, সৌরভের বাড়িতে অমিত শাহর যাওয়া প্রসঙ্গে আগেই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে।'
গতরাতে সৌরভের বাড়িতে যান অমিত শাহ। সঙ্গে ছিলেন একাধিক বিজেপি নেতা। সৌরভ আগেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অমিত শাহর সম্পর্ক দীর্ঘদিনের। শাহর ছেলের সঙ্গে তিনি কাজ করেন।
প্রসঙ্গত, শুধু অমিত শাহ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুসম্পর্ক বিসিসিআই প্রেসিডেন্টের। আবার বাম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গেও সৌরভের সুসম্পর্কের কথা সবাই জানেন।