Advertisement

বৈশাখীকে সিঁদুর পরানো ছেলেখেলা নয়, ২ নয় আমার ৩ সন্তান : শোভন

Sovon Chaterjee, Baisakhi Banerjee, Ratna Chaterjee : ফেসবুক লাইভে এসে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়। পুরভোটের আগে তাঁকে বদনাম করার চেষ্টা করে ফায়দা লুটতে চাইছেন রত্না। অভিযোগ কলকাতার প্রাক্তন মেয়রের। তাঁর হুঁশিয়ারি, 'রত্না চট্টোপাধ্যায়ের যে অপপ্রচার করছেন, তার জবাব আমি দেব। '

শোভন চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2021,
  • अपडेटेड 5:28 PM IST
  • ফেসবুক লাইভে এসে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়
  • তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে, দাবি কলকাতার প্রাক্তন মেয়রের
  • ঘটনা ইতিতমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়

ফেসবুক লাইভে এসে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়। পুরভোটের আগে তাঁকে বদনাম করার চেষ্টা করে ফায়দা লুটতে চাইছেন রত্না। অভিযোগ কলকাতার প্রাক্তন মেয়রের। তাঁর হুঁশিয়ারি, 'রত্না চট্টোপাধ্যায়ের যে অপপ্রচার করছেন, তার জবাব আমি দেব। উনি নিম্নরুচির মানুষ। তার প্রমাণ সবার সামনে আনব। সেজন্য অপেক্ষা করুন।' 

এদিন Baisakhi Sovan Banerjee-এর ফেসবুক পেজে লাইভে আসেন শোভন চট্টোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন, কোনও একটি সংবাদমাধ্যমে তাঁকে বদনাম করা হচ্ছে। তার জবাব দিতেই তিনি ফেসবুকে এসেছেন। শোভববাবু বলেন, 'এক সাংবাদিক পর্ণশ্রীর বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের আরও ২ সন্তানের খোঁজ পেয়েছেন। কিন্তু, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আমার ২ নয়, ৩ সন্তান। সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানি চট্টোপাধ্যায় এবং রিলিনা বন্দ্যোপাধ্যায়।'

আরও পড়ুন

তারপরই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আপনারা অনেকেই দশমীর দিন আমার ও বৈশাখীর সিঁদুর খেলা দেখেছিলেন। তাকে আপনারা ছেলেখেলা বলতে পারেন। কিন্তু তার বাস্তবতা কী সেটা দেখানোর জন্য, প্রমাণের জন্য আমরা মুখিয়ে আছি।' 

আরও পড়ুন : কোহলির চেয়ে বেশি টাকা জাদেজা-পন্তের, সঞ্জুর থেকে কম দাম ধোনির

সেই নির্দিষ্ট সংবাদমাধ্যমকে আক্রমণও করেন শোভন চট্টোপাধ্যায়। বলেন, 'আপনাদের যে অপপ্রচার, দ্বিচারিতা ও রত্না চট্টোপাধ্যায়ের যে চক্রান্ত তা আমি সামনে আনব। সেগুলো আগামী ভিডিওতে পরিষ্কার করব।' 

প্রসঙ্গত, বেহালায় নিজের বাড়ি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন শোভনবাবু। সেই সূত্রে দিন কয়েক আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বাড়ি ছাড়ার নোটিশ পাঠিয়েছিলেন রত্নার কাছে। তার মধ্যেই ফের খবরে শোভন-বৈশাখী-রত্না। 

Read more!
Advertisement
Advertisement