Advertisement

স্বনির্ভর গোষ্ঠীর পণ্য কলকাতার অ্যাক্রোপলিস মলে, ১৬-য় শুরু মেলা

স্বনির্ভর গোষ্ঠীর শিল্পকর্ম অ্যাক্রোপলিস মলে বিক্রির উদ্যোগ রাজ্যের, হবে বিশেষ প্রদর্শনী। ১৬ অক্টোবর থেকে শুরু। বাঁশ, মাটি, বেত, কাঠ, কাগজের তৈরি বিভিন্ন জিনিস মিলবে

স্বনির্ভর গোষ্ঠীর শিল্পকর্ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2020,
  • अपडेटेड 10:43 PM IST
  • স্বনির্ভর গোষ্ঠীর পণ্য কলকাতার অ্যাক্রোপলিস মলে
  • মেলা শুরু ১৬ অক্টোবর থেকে
  • মিলবে বাঁশ, মাটি, বেত, কাঠ তৈরি বিভিন্ন জিনিস

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর শিল্পকর্ম আরও জনপ্রিয় করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতার অ্যাক্রোপলিস মলে পাওয়া যাবে সে সব। ১৬ অক্টোবর থেকে সেখানে শুরু হচ্ছে বিশেষ প্রদর্শনী। উদ্যোক্তা রাজ্য নগর জীবিকা মিশন বা স্বয়ংসিদ্ধা প্রকল্প।

এখানে মূলত পুর এলাকায় থাকা স্বনির্ভর গোষ্ঠী অংশ নেবে। কলকাতা পুরসভার পাশাপাশি থাকবে দমদম, দক্ষিণ দমদম, রাজপুর-সোনারপুর-সহ ১০টি পুরসভা যোগ দেবে। কলকাতার অ্যাক্রোপলিস্ মলে সকাল ১১টা থেকে শুরু হয়া যাবে কেনাকাটা। রাত ১০ টা পর্যন্ত চলবে। জেলা থেকে কেউ অংশ নিচ্ছে না। ধাপে ধাপে বিভিন্ন জেলাতেও এমন আয়োজন করা হবে।

সেখানে পাওয়া যাবে বাঁশ, মাটি, বেত, কাঠ, কাগজের তৈরি বিভিন্ন জিনিস। এগুলি একদিকে যেমন ঘর সাজানোর কাজে লাগে, সেইসঙ্গে কিছু আবার দৈনন্দিন কাজেও লাগে। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি কাঁথা, শাড়ির কদর খুব। পাওয়া যায় আচার, বড়িও।

স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-র অতিরিক্ত অধিকর্তা ও যুগ্ম-সচিব শাওন সেন জানান, এর পাশাপাশি জেলাভিত্তিক বিভিন্ন পুর এলাকাতেও আসন্ন শারদোৎসব উপলক্ষে এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত দ্রব্যের বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং তাঁদের আর্থিক ভাবে আরও সাবলম্বী করার জন্য তাদের উৎপাদিত বিভিন্ন দ্রব্য বিক্রি করে তাঁদের সহায়তা করা লক্ষ্য নেওয়া হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের স্বনিযুক্তি কর্মসংস্থানের জন্য বিভিম্ন বিভাগে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়াও বিভিম্ন সময়ে তাঁরা তাদের উৎপাদিত সামগ্রী বিভিন্ন মেলায় বিক্রি করে থাকে। জেলায় জেলায় এই মেলার আয়োজন করা হয়। কিন্তু এই বছর করোনা অতিমারীর পরিস্থিতিতে তাঁদের এই দ্রব্য বিক্রি এবং আর্থিক উপার্জন ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছ। এবং তাঁদের আর্থিক  অবস্থা  এখন বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন। তাই এই পরিস্থিতিতে তাঁদের পাশে থাকার জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর পণ্য বিক্রির আয়োজন করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

Advertisement

রাজ্যের ১২৫টি পুরসভায় ৬৮,০০০টি স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী এককালীন  ১০,০০০ টাকা ও স্থানীয় সংঘ ৫০,০০০ টাকা আর্থিক সাহায্য হিসেবে পায়।  স্থানীয় অর্থনীতি বদলে দিতে এই গোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূরণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement