Advertisement

Durga Puja 2022 : শ্রীভূমি-তে এবারও চমক, রথযাত্রায় ঘোষণা দুর্গাপুজোর থিম

শ্রীভূমি মানেই চমক। প্রতিবার নতুন নতুন থিম পুজো করে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব। আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। জানিয়ে দিল শ্রীভূমি ক্লাব কর্তৃপক্ষ।

ফাইল ফোটো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2022,
  • अपडेटेड 5:17 PM IST
  • শ্রীভূমি মানেই চমক
  • প্রতিবার নতুন নতুন থিম পুজো করে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব
  • আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না

শ্রীভূমি মানেই চমক। প্রতিবার নতুন নতুন থিম পুজো করে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব। আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। জানিয়ে দিল শ্রীভূমি ক্লাব কর্তৃপক্ষ। 

গতবার বুর্জ খলিফা থিম করেছিল এই ক্লাব। যা নিয়ে  রীতিমতো শোরগল পড়ে গেছিল। বিপুল সংখ্যক মানুষ সেই ঠাকুর দেখতে গেছিলেন। আর এবার থিম থাকছে ভ্যাটিকান সিটি। শুক্রবার অর্থাৎ রথের দিনই এই থিম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। 

আরও পড়ুন : রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?

এদিন খুঁটিপুজোও বেশ জাঁকজমক-সহ আয়োজন  করে কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, ভ্যাটিকান সিটি মডেল উদ্বোধন করা হয়েছে পুজোর থিমের। এই পুজো চলবে এক মাস ধরে। আর প্রতিমার শরীরের থাকবে সোনার গয়না। ভ্যাকিকান সিটির আদলে তৈরি হবে মণ্ডপ। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেব, প্রাক্তন ক্রিকেটার-মন্ত্রী মনোজ তিওয়ারি, সুজিত বসু-সহ অনেকেই। 

প্রসঙ্গত, এবার দুর্গাপুজোর মহাষষ্ঠী ১ অক্টোবর, মহাসপ্তমী ২ অক্টোবর, মহাষ্টমী ৩ অক্টোবর, মহানবমী ৪ অক্টোবর ও বিজয়া দশমী ৫ অক্টোবর। 


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement