Advertisement

Mamata On SSC:'জেলে পাঠিও আমায়,' শিক্ষক নিয়োগ-বেনিয়মে সময় চাইলেন মমতা

শিক্ষক নিয়োগে অসঙ্গতি নিয়ে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাদামণি কটাক্ষে বিঁধলেন বিরোধী দলনেতাকে।

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jun 2022,
  • अपडेटेड 2:50 PM IST
  • এসএসসি বেনিয়ম নিয়ে মুখ খুললেন মমতা।
  • তাঁর কাঠগড়ায় শুভেন্দু অধিকারী।

শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। গিয়েছে মন্ত্রী-কন্যার চাকরি। আড়াইশোর উপরে প্রাথমিকে চাকরি যাওয়ার তালিকা। বিরোধীরা হইচই করলেও খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল যে হয়েছে সেটা কার্যত স্বীকার করে নিলেন। সোমবার বিধানসভায় তিনি বলেন,'সরকার সংশোধন না করতে পারলে আমাকে জেলে পাঠিও।'   

এসএসসি দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম। তাঁকে ডেকে জেরাও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ দিন মমতা জানান, ভুল হয়ে থাকলে সরকার তা সংশোধন করতে আগ্রহী। তাঁর কথায়,'কাজ করতে গেলে ভুল হতে পারে। এক লক্ষের মধ্যে পঞ্চাশটা ভুল হয়েও থাকে বা জেনেও ভুল করে থাকে, তা হলে সংশোধনের সময় দিতে হবে। আর আমি তো সাড়ে পাঁচ হাজার চাকরির সুযোগ দিয়েছি। বেকারদের আমরা চাকরি দেব। তাতে কোনও সমস্যা হলে মিটিয়ে নিতে হবে।' সেই সঙ্গে মমতা যোগ করেন,'সংশোধন করতে না পারলে তখন না হয় আমাকে জেলে পাঠিও।'

এ দিন নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা। তিনি বলেন,'যে দাদামণি চাকরি দিয়েছেন, তাঁর হিসেব কে নেবে? সিবিআই ধরবে না? মেদিনীপুর,মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুরে সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন। পুরুলিয়ায় চাকরি না দিয়ে বঞ্চিত করেছিলেন। আমার কাছে এসেছিলেন চাকরি দিয়েছিলাম।'   

আরও পড়ুন

তিনি আরও বলেন,'মন্দারমণির নাম এখন দাদামণি হয়ে গিয়েছে। বলছে, ১৭ হাজার চাকরি খেয়ে নেব। ওই সব ছেলেমেয়েদের বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছে। ক্ষমতায় এসে সে সব চাকরি খেতে পারতাম। কিন্তু তেমনটা করিনি।'

Read more!
Advertisement
Advertisement