Advertisement

বুকে ব্যথা নিয়ে SSKM-এ ভর্তি সুব্রত, এখন কেমন আছেন?

হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। তাঁর হার্টের কোনও সমস্যা আছে কি না বা তিনি নিয়মিত কোনও হার্টের ওষুধ খেতেন কি না তাও জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। 

সুব্রত মুখোপাধ্যায়
রাহুল মন্ডল
  • কলকাতা,
  • 25 Oct 2021,
  • अपडेटेड 7:40 PM IST
  • অসুস্থ সুব্রত মুখোপাধ্যায়
  • ভর্তি এসএসকেএম হাসপাতালে
  • দেখতে গেলেন মদন মিত্র

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। অসুস্থতার জন্য সোমবার তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবাধানে রয়েছেন তিনি। মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা। 

জানা গিয়েছে, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। তাঁর হার্টের কোনও সমস্যা আছে কি না বা তিনি নিয়মিত কোনও হার্টের ওষুধ খেতেন কি না তাও জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। 

প্রসঙ্গত, গত কয়েক মাসে আগে নারদকাণ্ডে (Narada Scam) গ্রেফতার করা হয় সুব্রত মুখোপাধ্যায়কে। গ্রেফতারের পর অসুস্থ হওয়ায় তাঁকে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছিল। এছাড়া সম্প্রতি দুর্গাপুজো সমাপ্ত হয়েছে। একডালিয়া এভারগ্রিনের প্রধান উদ্যোক্তাও তিনি। সেইদিক থেকে দেখতে গেলে পুজোর সময়েও তাঁর শরীরের ওপর দিয়ে ধকল গিয়েছে। সেক্ষেত্রে সেইসবের সঙ্গে তাঁর এবারে অসুস্থতার কোনও যোগ আছে কি না তাও পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। 

এই বিষয়ে হাসপাতালে সুপার পীযূষ কুমার রায় জানান, এখনই সবটা বলা সম্ভব নয়। সরোজ মণ্ডলের নেতৃত্বে যে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, তারাই এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। এদিকে এদিন মন্ত্রীকে হাসপাতালে দেখতে যান তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement