Advertisement

Supreme Court TMC MP Abhishek Banerjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা অভিষেক-রুজিরার

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলায় অভিষেক ও রুজিরাকে তলব করেছিল। তাঁরা সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা। কোলাজ
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Sep 2024,
  • अपडेटेड 11:47 AM IST
  • শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
  • তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলায় অভিষেক ও রুজিরাকে তলব করেছিল।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলায় অভিষেক ও রুজিরাকে তলব করেছিল। তাঁরা সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

সোমবার, আদালত তাঁদের আবেদন খারিজ করে ইডির তলব মেনে নেয়। এর ফলে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তের অংশ হিসেবে অভিষেক ও রুজিরাকে ইডির সামনে হাজিরা দিতে হবে। এই মামলায় তদন্তের আওতায় বড় অঙ্কের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যেখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসায় বিষয়টি রাজনৈতিক দিক থেকেও বিশেষ গুরুত্ব পেয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ইডি দিল্লিতে তলব করেছিল। কারণ, নিরাপত্তার প্রশ্নে তাঁদের  ডেকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে সংশয় প্রকাশ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু, তাঁরা আবেদনে জানিয়েছিলেন, দুজনের বাড়ি কলকাতায়। তাই তাঁদের কলকাতাতেই তলব করা হোক। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মা তাঁদের আবেদন খারিজ করে দিয়ে আগামী ১৩ অগস্ট রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement