বাঁধ ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-এর অভিযোগের পাল্টা জবাব দিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা অভিযোগ করেছেন, প্রতি বছর বাঁধ সারানো হলেও ভেঙে যাচ্ছে। খরচ করা লক্ষ লক্ষ টাকা জলে যাচ্ছে। বুধবার শুভেন্দু রাজ্য়পাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। সেখানে এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে মন্ত্রী করেছেন ২০১৯ সালের জুন-জুলাইয়ে। ২০২০-র ২২ মার্চ জনতা কার্ফু, ২৩ মার্চ থেকে লকডাউন। আমি বসার এক মাস পরে অর্থ দফতরের সার্কুলার নন প্ল্যানে মন্ত্রী ৫০ হাজার টাকা খরচ করতে পারবে। প্ল্যানে ১ কোটির বেশি ক্ষমতা নেই।
তিনি দাবি করেন, কোনও ফাইলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সই নেই। সই আছে নবীন প্রকাশের, দ্বিবেদীর, এইচ কে দ্বিবেদীর, অমিত মিত্রের শুভেন্দু অধিকারী কেন, কোনও মন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী কাজ করতে দেন না।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-এর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায় (Alapan Bandhopadhyay)-এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন রাজ্য়ের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র বক্তব্য, ২০২০ সালে যখন করোনা অতিমারী শুরু হয়, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সামগ্রী বিতরণ নিয়ে অনিয়মের কথা বলেছিলেন। সেই সংক্রান্ত তদন্ত কমিটির প্রধান ছিলেন আলাপন বন্দ্যোপাধ্য়ায় (Alapan Bandhopadhyay)। বিরোধী দলনেতা (Leader of Opposition) হিসেবে সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি করছি।
এদিন রাজ্যের বিরোধী দলনেতা আরও দাবি করেন, অন্ডাল বিমানবন্দর নগরী তৈরি করতে ২,৩০০ একর জমি কৃষকদের কাছ থেকে নেওয়া হয়েছিল। সেই কমিটির মাথায় আলাপনবাবু ছিলেন। সরকারের ইকুইটি ১১ শতাংশ থেকে বেড়ে ২৬, তারপর ৪৭ শতাংশ করা হয়েছে। সরকার এত টাকা লোন দিয়েছে। আসল তো দূরের কথা, সুদ আসেনি।
তাঁর অভিযোগ, অনেক বেআইনি কাজের সঙ্গে, সরকারের সঙ্গে আলাপনবাবু যুক্ত হয়ে গিয়েছিলেন। তাই তাঁকে রক্ষা করার মরিয়া প্রয়াস রাজ্যের। আলাপনবাবুর মরিয়া প্রয়াস মুখমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রীকে অপমান করার, সংবিধানের বাইরে যাওয়া।
তাঁর আরও অভিযোগ, আলাপন সম্পৃক্ত হয়ে গিয়েছেন শাসকদলের সঙ্গে, আর রাজ্য সরকারের সঙ্গে। আলাপনবাবু আর তৃণমূলের মুখপাত্রের কথা একই।
এদিন তৃণমূল সাংসদ, দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'নাবালক নেতা' বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, অভিষেক বাবা, পিতৃপরিচয় তুলে গালাগালি করেছেন। নির্বাচনের আগে রাজনীতির বাইরে আনএথিক্যাল বক্তব্য পেশ করেছেন। রাজনীতিতে জুনিয়র, বয়সেও জুনিয়র।
তিনি দাবি করেন, ২০১১ খেটেখুটে সালে সিঙ্গুর, নন্দীগ্রাম হওয়ার পর সরকার গড়েছিলাম। দিল্লি থেকে এনে পিসিমণি এস্ট্যাবলিশ করেছেন। রাজনীতিতে নাবালক নেতার কোনও কথার উত্তর আমি দেব না।
তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-এর নাম না-নিয়ে বলেন, টিকা তো সবাইকে নিখরচায় দেবেন বলেছিলেন। দরকার পড়লে কিনে দেবেন। একটা দল ভোটে লড়ে। সরকারের সবার প্রতি সমান মনোভাব দেখানো দরকার।
বিজেপি থেকে অনেকে তৃণমূলে যোগ দিয়েছেন। এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি বলেন, আমি এটা নিয়ে বলব না। আমার দলের প্যানেলে যাঁরা আছেন, মুখপত্র আছেন, তাঁরা বলবেন।
এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেন, রাজ্য লকডাউন ঘোষণা করছে। কোনও প্যাকেজ ঘোষণা করছে না। এই মুখ্যমন্ত্রী কী করেছেন? ত্রিপুরাকে দেখুন।