Advertisement

'সৌমিত্র আমার ভাই, ওর কথা সিরিয়াসলি নিই না,' বলছেন শুভেন্দু

রাজ্য BJP-র যুব মোর্চা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ।

শুভেন্দু ও সৌমিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2021,
  • अपडेटेड 6:12 PM IST
  • সৌমিত্র খাঁ তাঁকে নিয়ে যে সব অভিযোগ করেছেন, তার প্রেক্ষিতে শুভেন্দুর জবাব, 'এগুলো সিরিয়াসলি না নেওয়াই ভালো
  • সৌমিত্রকে নিজের ভাই বলেও উল্লেখ করেন তিনি

রাজ্য BJP-র যুব মোর্চা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ। শুভেন্দুর বিরুদ্ধে স্বজনপোষণ ও কেন্দ্রীয় নেতাদের ,ভুল বোঝানোর অভিযোগও করেছেন তিনি। তবে এসব অভিযোগগে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা। 

আজ বাজেট অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। সৌমিত্র খাঁ তাঁকে নিয়ে যে সব অভিযোগ করেছেন, তার প্রেক্ষিতে শুভেন্দুর জবাব, 'এগুলো সিরিয়াসলি না নেওয়াই ভালো। সৌমিত্র আমার ভাই। ওর সাথে আমার ভালো সম্পর্ক। অনেকের ফেসবুকের মাধ্যমে কথা বলার স্বভাব আছে। অনেক তৃণমূল নেতাও এসব করে থাকেন। আমি দিল্লি গেলে সৌমিত্রর বাড়িতে খাওয়া দাওয়া করি। ওকে সিরিয়াসলি নিচ্ছি না। ও আমার ভাই। সৌমিত্রকে আমি সিরিয়াসলি নিইনি। কখও সৌমিত্র আমার সাহায্য চাইলে আমি করব।' 

এদিকে আজ রাজ্য সরকারের পেশ করা বাজেটের সমালোচনা করে বিজেপি। তাদের তরফে সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ও  বিধায়ক  অশোক লাহিড়ি। 
 
অশোক লাহিড়ি বলেন, 'বাজেটে বলা হয়েছে, রাজ্য সরকার ২ কোটি ৩০ লাখ টিকা দিয়েছে। টিকাকরণে পশ্চিমবঙ্গ এক নম্বরে। কিন্তু এত টিকা কোথা থেকে দেওয়া হল তার উল্লেখ নেই। রাজ্য কতগুলি কিনেছে আর কেন্দ্র কতগুলি দিয়েছে, তার কোনও হিসেব নেই।'

জিএসডিপি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন অশোক লাহিড়ি। বাজেটে এই নিয়ে মিথ্যে তথ্য পরিবেশন করা হয়েছে, অভিযোগ করেন তিনি। তাঁর আরও প্রশ্ন রাজ্যের অর্থনৈতিক অবস্থা যদি এতটাই উন্নত হয়, তাহলে এরাজ্যের লোকজন বাইরে কাজ করতে যাচ্ছেন কেন?  কেন্দ্রের বিভিন্ন প্রকল্পকেও রাজ্য নিজের বলে চালানোর চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। 

আজকের বাজেটে উত্তরবঙ্গ ও তপশিলী জাতি ও উপজাতিদের জন্য কোনও ঘোষণা বা বরাদ্দ করা হয়নি বলেও অভিযোগ করেন শুভেন্দু। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement