লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে হানা দিল আয়কর দফতর। বুধবার সকাল থেকে নিউ আলিপুরে স্বরূপের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। তৃণমূল নেতা স্বরূপের বাড়ির পাশাপাশি আরও ৫ জায়গায় চলছে তল্লাশি অভিযান। লোকসভা ভোটের আগে রাজ্যের মন্ত্রীর ভাই তথা তৃণমূল নেতার ভাইয়ের বাড়িতে আয়কর হানা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
গত মাসে চিটফান্ড মামলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছিল ইডি। দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল অরূপকে। সূত্রের খবর, ইডির কাছে সময় চেয়েছেন অরূপ। জানা গিয়েছিল, অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় অরূপকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অরূপকে কেন তলব? সূত্রের খবর, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ। এই চিটফান্ড মামলায় তদন্তে কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্রেই অরূপকে তলব। তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন নিয়ে অরূপকে তলব করা হয়েছিল বলে সূত্রের দাবি।
এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, 'অ্যালকেমিস্ট নিয়ে তদন্ত হলে প্রথম মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করা উচিত। উনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। এখন বিজেপিতে রয়েছেন। অন্য লোককে নোটিশ দিচ্ছে। মানুষ বিচার করবে।' এর পাল্টা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন, 'ব্যক্তি আক্রমণ করার কী কোনও প্রয়োজনীয়তা রয়েছে। আদালতের দরজা খোলা রয়েছে তো। তথ্যপ্রমাণ থাকলে যান। তৃণমূল বার বার আদালতে গিয়ে তিরষ্কৃত হচ্ছে।'
কিছু দিন আগে, গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ দেবকে তলব করেছিল ইডি। দিল্লিতে ইডির দফতরে প্রায় ৮ ঘণ্টা ধরে তারকা সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি দফতর থেকে বেরোনোর পর হাসিমুখে দেব বলেছিলেন, '৮ ঘণ্টা হয়ে গেল! হাসিমুখে গিয়েছি, হাসিমুখে ফিরেছি।' দেব আরও বলেছিলেন, 'যতবার ডাকবে, ততবার আসব।' তারপরেই বলেছিলেন, 'আমি তো চুরি করিনি। তাই কোনও ভয় নেই। বাকি কথা ইডি বলবে। এ সব নিয়ে এখন বেশি কথা না বলাই ভাল।' এর আগেও এই মামলায় ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন দেব। আর ক'দিন বাদেই লোকসভা নির্বাচন। তার আগে গরু পাচার মামলায় ফের দেবকে ইডির তলব উল্লেখযোগ্য। এর কিছুদিনের মধ্যে চিটফান্ড মামলায় অরূপকে ইডির তলব এবং তারপরে স্বরূপের বাড়িতে আয়কর হানা এই পর্বে নয়া মাত্রা যোগ করল।