আগামী সোমবার থেকে ফের সময়সূচি বদল হচ্ছে কলকাতা মেট্রোর। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে মেট্রো চলবে সকাল ৭টা থেকে। সেইসঙ্গে ই-পাসের নিয়মেও বড় বদল এসেছে। সেইসঙ্গে বাড়ছে মেট্রোর সংখ্যাও।
সময়সূচি বদল মেট্রোর
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে নয়া সময়সূচি অনুযায়ী মেট্রো রেল চলবে। সোম থেকে শনি সকাল ৭ টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। এখন সকাল ৮টা থেকে শুরু হয় মেট্রো। সেই নিয়ম পরিবর্তন করে সকাল ৭টা থেকে শুরু হচ্ছে পরিষেবা। শেষ মেট্রো দমদম থেকে ছাড়বে রাত সাড়ে ৯টায় ও নোয়াপাড়া থেকে ছাড়বে রাত ৯টা ২৫ মিনিটে। আগে এই সময় ছিল রাত ৯টা। সেইসঙ্গে বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যাও। এখন ১৯০টি মেট্রো দৈনন্দিন চলাচল করে। নয়া সময়সূচিতে নতুন আরও ১৪টি মেট্রো আসছে। ফলে মোট ২০৪টি মেট্রো দৈনন্দিন পরিষেবা দেবে।
আরও পড়ুন, আজ থেকে মেট্রোয় বিশেষ সুবিধা, সুযোগ পাবেন মহিলা ও অনূর্ধ্ব ১৫রা
ই-পাস নিয়মেও বদল
লকডাউনের পর থেকে মেট্রো পরিষেবা শুরুর সঙ্গেই ই-পাস সিস্টেম নিয়ে আসা হয়েছিল। সেই নিয়ম এখন অনেক পরিবর্তন হচ্ছে। নয়া নিয়মে বয়স্ক যাত্রী, মহিলা ও ১৫ বছরের নিচে থাকা যাত্রীদের জন্য আর লাগবে না ই-পাস। সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত যে কোনও যাত্রীর ক্ষেত্রেই ই-পাসের প্রয়োজন নেই। রাত ৮টা পরেও ই-পাসের দরকার নেই। তবে টোকেন এখনই চালু হচ্ছে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনেও তা চলতে থাকবে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে গোটা দেশেই থমকে যায় রেল পরিষেবা। তখন বন্ধ থাকে কলকাতার মেট্রোও। আনলকের পরে মেট্রো পরিষেবা চালু হলেও বেশ কড়া নিয়ম থাকে। আগের নিয়ম বদলে যাত্রীদের জন্য ই পাস সিস্টেম নিয়ে আসা হয়। মোবাইলে সড়গড় না থাকায় বয়স্ক যাত্রীদের সমস্যা হচ্ছিল তাতে। তাদের কথা মাথায় রেখে অনেক আগেই বয়স্ক যাত্রীদের জন্য ই-পাস সিস্টেম তুলে দেওয়া হয়েছিল। এখন বাকি যাত্রীদের জন্যও ই-পাস সিস্টেমে অনেকে নিয়ম শিথিল করল মেট্রো রেল কর্তৃপক্ষ।