গত ২ বছর করোনা সংক্রমণের কারণে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা প্রকাশ্যে হয়নি। ভার্চুয়ালি সভা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও কি তাই হবে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার পর থেকে ।
গত কয়েকদিন ধরে রাজ্যে ফের বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের প্রকাশ্য সমাবেশ হলে করোনার সংক্রমণ ফের বাড়তে পারে, এই আশঙ্কায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন সঞ্জীব কুমার মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক। তাঁর দাবি, যেভাবে করোনার সংক্রমণ ক্রমবর্ধমান তাতে এই জনসভা ভার্চুয়ালি হওয়া ভালো। প্রকাশ্য সমাবেশ হলে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে পারে।
আরও পড়ুন : সোম থেকে বাড়বে খরচ, কোন জিনিস কত টাকায় কেনা যাবে?
আজ শনিবার এই মামলাটি হাইকোর্টে দায়ের হয়। মঙ্গলবার মামলার শুনানি হতে পারে। ওই চিকিৎসক তাঁর আবেদনে জানিয়েছেন, তৃণমূলের সভা ভার্চুয়ালি করা হোক। তা যদি সম্ভব না হয় তাহলে কোভিড বিধি মেনেই যেন সভা করা হয়। সেক্ষেত্রে প্রত্যেককে কোভিড মেনে সভায় আসতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ববিধি। যেখানে দলীয় কর্মীরা থাকবেন সেই জায়গা যেন স্যানিটাইজ করা হয়। যাঁরা আসবেন তাঁদের কোভিডের টিকা নেওয়া হয়েছে কি না তাও নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,০৬৭। যা নিয়ে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা। গত কয়েকদিন ধরেই আক্রান্তের সংখ্যা এভাবেই বেড়ে চলেছে।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০,৬৫,৩৬০ জন। গতকাল পর্যন্ত রাজ্যে মোট কোভিড মুক্ত হয়েছেন ২০,১৪,০৫২ জন। সুস্থতার হার ৯৭.৫২ শতাংশ। এখনও পর্যন্ত বাংলাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১,২৬৫ জনের।