শুল্ক কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কমিয়েছ কেন্দ্রে (Petrol Diesel Price Cut)। পেট্রোল লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই লাগু হয়েছে নয়া দাম। আর কেন্দ্র দাম কমানের পরেই বিজেপি শাসিত অসম, বিহার, গোয়া, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিও VAT কমিয়ে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য রাজ্যগুলি দাম কমানোর পরেই এবার তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে বাংলায়। কোনও কোনও বিজেপি নেতা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ট্যুইট করে জ্বালানির দাম কমানোর দাবি জানিয়েছেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ট্যুইট, "আমি ভারত সরকারের পেট্রোলে ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর (PM) এটা দেশবাসীকে দিওয়ালির উপহার। এবার পশ্চিমবঙ্গ সরকারের উচিত এটা অনুসরণ করে রাজ্যের কর কমিয়ে আনা।" তিনি আরও লেখেন, "উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং অন্যান্য এনডিএ শাসিত রাজ্যগুলিও তাদের কর কমিয়েছে। মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিন সরকারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।"
যদিও জ্বালানির দাম কমানোকে 'সস্তা রাজনৈতিক কৌশল' বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "নাটক না করে পেট্রোপণ্যের মূল দাম কমাক কেন্দ্র।" একইসঙ্গে যে সমস্ত বিজেপি নেতারা এনডিএ শাসিত রাজ্যগুলির মতো বাংলাকেও দাম কমানোর কথা বলছেন তাঁদের উদ্দেশ্যে কুণালের জবাব, "এনডিএ (NDA) শাসিত রাজ্য সরকারগুলি কেন্দ্রে থেকে অর্থ পায়, বাংলা পায় না। তাই যদি বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলি দাম কমায় তাহলে কেন্দ্র তাদের যেকোনও পথে টাকা পাঠাবে। তারা কেন্দ্রের থেকে বকেয়াও পায়। কিন্তু বাংলা পায় না। কেন্দ্রের থেকে বাংলার অনেক টাকা বকেয়া পাওনা রয়েছে।"