Advertisement

Sukanta Majumder Khela Hobe : 'খেলা হবে' দিবসে BJP কর্মীদের মারধর করা হতে পারে', রাজ্যপালের কাছে অভিযোগ সুকান্তর

১৬ অগাস্ট 'খেলা হবে' দিবস। ১৪ তারিখ বেহালার সভা থেকে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। আর সেই দিবস নিয়ে আতঙ্কিত BJP। রাজ্যের গেরুয়া শিবির মনে করছে এই দিনে বেছে বেছে টার্গেট করা হতে পারে তাঁদের কর্মীদের। সেজন্য রাজ্যপাল লা গণেশনকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার (ফাইল ছবি) সুকান্ত মজুমদার (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2022,
  • अपडेटेड 4:09 PM IST
  • ১৬ অগাস্ট 'খেলা হবে' দিবস
  • ১৪ তারিখ বেহালার সভা থেকে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী
  • আর সেই দিবস নিয়ে আতঙ্কিত BJP

১৬ অগাস্ট 'খেলা হবে' দিবস। ১৪ তারিখ বেহালার সভা থেকে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। আর সেই দিবস নিয়ে আতঙ্কিত BJP। রাজ্যের গেরুয়া শিবির মনে করছে এই দিনে বেছে বেছে টার্গেট করা হতে পারে তাঁদের কর্মীদের। সেজন্য রাজ্যপাল লা গণেশনকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

সুকান্ত মজুমদার তাঁর চিঠিতে রাজ্যপালকে লিখেছেন, অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে গ্রেফতারির বদলা নিতে এই দিনটি পালন করছে রাজ্যের শাসকদল। কারণ, 'খেলা হবে' -এই শব্দবন্ধ প্রথম ব্যবহার করেছিলেন অনুব্রত প্রথমই। 

আরও পড়ুন

সুকান্ত মজুমদার আরও লিখেছেন, ১৯৪৬ সালের ১৬ অগাস্ট ক্যালকাটা কিলিং ডে। দিনটিকে ভারতের ইতিহাসের কালো দিনও বলা হয়। অথচ এই এই বিশেষ তারিখে 'খেলা হবে' দিবস পালন করে ইতিহাসকে অসম্মান করছে রাজ্যের শাসক দল। 

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস গতবছরই এই 'খেলা হবে'দিবসের ঘোষণা করে। তাদের তরফে জানানো হয়, ১৯৮০ সালে ইডেনে ফুটবল ম্যাচে ১৬ জন মারা যান। তাঁদের স্মরণেই এই বিশেষ দিন। 

তবে গত বিধানসভা ভোটে এই 'খেলা হবে' স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দেশজোড়া এই স্লোগান জনপ্রিয়তাও পায়। 
  
যদিও  তৃণমূলের এই খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ শোনা করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।  মঙ্গলবার অন্যান্যদিনের মত প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের খেলা হবে দিবস নিয়ে তিনি বলেন, ' আমরাও দেখব কী খেলা হয়। খেলা তো শুরু হয়ে গিয়েছে। দুটো গোল খেয়েছে। তিন নম্বর হলেই চিত। ' 

প্রসঙ্গত ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের বীরভূম সভাপতি অনুব্রত মণ্ডল। দিলীপ ঘোষ তাই নিয়েই এদিন কটাক্ষ করেন। এরপর তৃণমূল কোমায় চলে যাবে বলেই মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর দিলীপ ঘোষ বলেছিলেন, ' ওরা ভেবেছিল পার্থদা দিয়ে শেষ হয়ে যাবে। হল না। আর প্রতি সপ্তাহে যদি একটা করে তোলে হয়ে যাবে। পার্টিটাই উঠে যাবে কামাই হবে কী করে সিন্ডিকেট চলবে কীভাবে সেজন্য একটুখানি প্রতিবাদ করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ অন্য মুডে আছে ওরা যদি রাস্তায় বের হয় পাবলিকও রাস্তায় বেরোবে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে, তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের।'
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement